Advertisement
০১ মে ২০২৪

বিজয় মাল্যের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

আর্থিক প্রতারণার মামলায় নতুন করে চাপে পড়লেন বিয়ার ব্যারন এবং কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মাল্য। মাল্য এবং তাঁর এয়ারলাইন্সের চিফ ফিনান্সিয়াল অফিসার এ রঘুনাথের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল হায়দরাবাদের একটি আদালত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৬ ১৬:১৬
Share: Save:

আর্থিক প্রতারণার মামলায় নতুন করে চাপে পড়লেন বিয়ার ব্যারন এবং কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মাল্য। মাল্য এবং তাঁর এয়ারলাইন্সের চিফ ফিনান্সিয়াল অফিসার এ রঘুনাথের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল হায়দরাবাদের একটি আদালত। পুলিশকে আদালতের নির্দেশ, ১৩ এপ্রিলের মধ্যে এঁদের হাজির করাতে হবে। বিজয় মাল্য এই মূহূর্তে ইংল্যান্ডে রয়েছেন।

যে মামলায় এই পরোয়ানা জারি হল সেটি বিখ্যাত পরিকাঠোমো নির্মাণ সংস্থা জিএমআর গ্রুপের হায়দরাবাদ শাখার পক্ষ থেকে করা। অভিযোগ, প্রচুর পাওনা টাকা তাঁরা কিংফিশার এয়ারলাইন্সের থেকে পাননি। উল্টে যে চেক তাঁদের দেওয়া হয়েছিল তা বাউন্স করেছে।

হায়দরাবাদ বিমানবন্দর কর্তারাও বিজয় মাল্যের বিরুদ্ধে ১১টি মামলা করেছেন। কিংফিশারের থেকে পাওনা আট কোটি টাকা। ৫০ লক্ষ টাকার যে চেক দেওয়া হয়েছিল তা বাউন্স করেছে।

এই সব প্রতারণার মামলায় গত ১০ মার্চ মাল্যকে হাজিরার নির্দেশ দিয়েছিল হায়দরাবাদের আদালত। কিন্তু তিনি তাঁর আগেই দেশ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন। ইতিমধ্যে ইডি-ও তাঁকে তলব করেছে টাকা তছরুপের মামলায়। ১৮ মার্চ তাঁকে মুম্বইয়ের ইডি অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিকে বিজয় মাল্য রবিবারও এক বিবৃতিতে দাবি করেছেন, তিনি আদৌ দেশ ছেড়ে পালাননি। গিয়েছেন ব্যবসার কাজে। ‘সবাই আমাকে ফেরার বলে দেখাচ্ছে। আমার পালাবার ইচ্ছেও নেই, পালাবার কোনও কারণও নেই’- বলেছেন মাল্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE