Advertisement
E-Paper

বিমার টাকা পেতে দত্তক পুত্রকে খুন করালেন প্রবাসী ভারতীয় দম্পতি!

জীবন বিমার টাকা হাতাতে বীভৎস ছক অনাবাসী ভারতীয় দম্পতির! প্রথমে গুজরাতের গ্রাম থেকে এক কিশোরকে দত্তক নিলেন আরতি লোকনাথ এবং তাঁর স্বামী কঁওয়লজিতসিন রায়জাদা। তার পর সেই কিশোরের নামে বিপুল অঙ্কের বিমা করানো হল। অবশেষে গুজরাতেই খুন হয়ে গেল সেই কিশোর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪১
অনাবাসী ভারতীয় দম্পতিকে হাতে পাওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। (প্রতীকী ছবি)

অনাবাসী ভারতীয় দম্পতিকে হাতে পাওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। (প্রতীকী ছবি)

জীবন বিমার টাকা হাতাতে বীভৎস ছক অনাবাসী ভারতীয় দম্পতির! প্রথমে গুজরাতের গ্রাম থেকে এক কিশোরকে দত্তক নিলেন আরতি লোকনাথ এবং তাঁর স্বামী কঁওয়লজিতসিন রায়জাদা। তার পর সেই কিশোরের নামে বিপুল অঙ্কের বিমা করানো হল। অবশেষে গুজরাতেই খুন হয়ে গেল সেই কিশোর।

সোমবার রাতে রাজকোটের হাসপাতালে গোপাল নামে ওই কিশোরের মৃত্যু হয়েছে। গুজরাতের পুলিশ বলছে, অনাবাসী ভারতীয় দম্পতিই এই খুনের নেপথ্যে রয়েছেন। নীতীশ মুন্দ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করার পর এই ষড়যন্ত্রের কথা জানা গিয়েছে বলে পুলিশের দাবি।

আরতি লোকনাথ এবং কঁওয়লজিতসিন রায়জাদা এখন লন্ডনে থাকেন। আরতির বয়স ৫৩। আর তাঁর স্বামী কঁওয়লজিতসিনের বয়স ২৮। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপাল নামে এক কিশোরকে তাঁরা দত্তক নিয়েছিলেন। গোপালের বাড়ি গুজরাতের মালিয়াতে। দত্তক পুত্রের নামে ১ কোটি ২০ লক্ষ টাকার বিমা করিয়েছিলেন আরতি-কঁওয়লজিতসিন। গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজকোট থেকে মালিয়া যাচ্ছিল গোপাল। আরতি-কঁওয়লজিতসিনের দীর্ঘ দিনের পরিচিত নীতীশ মুন্দের সঙ্গে সে মালিয়া যাচ্ছিল বলে জানা গিয়েছে। সঙ্গে ছিলেন হরসুখ পটেল এবং মহাদেব নামে আরও দু’জন। জুনাগড়ের কেশোড় এলাকায় দুই অজ্ঞাতপরিচয় বাইক-আরোহী ছুরি নিয়ে হরসুখ এবং গোপালের উপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তার পর থেকে চিকিৎসাধীন ছিল ১৩ বছরের গোপাল। সোমবার রাতে তার মৃত্যু হয়। তার পরই কেশোড়ের পুলিশ গ্রেফতার করে নীতীশ মুন্দকে।

ধৃত নীতীশ মুন্দও লন্ডনেই থাকতেন, ২০১৫ সালেই খুনের পরিকল্পনা করেছিলেন। পুলিশ এমনই জানাচ্ছে। (প্রতীকী ছবি)

জেরা করে পুলিশ জানতে পেরেছে, নীতীশ মুন্দ নিজেও আগে লন্ডনে থাকতেন। সেই সূত্রেই আরতি-কঁওয়লজিসিনের সঙ্গে তাঁর আলাপ। ২০১৫ সালে ওই দম্পতি এবং নীতীশ মুন্দ গোপালকে খুনের ছক কষেন বলে পুলিশের দাবি। পরিকল্পনা অনুযায়ীই রাজকোট থেকে গোপালকে নিয়ে মালিয়ার পথে রওনা হয়েছিলেন নীতীশ। মোট ১০ লক্ষ টাকা দিয়ে দুই ভাড়াটে খুনিকে কাজে লাগানো হয়েছিল। তারাই ছুরি নিয়ে হামলা চালায়। গোপালই যে খুনিদের আসল লক্ষ্য তা যাতে বোঝা না যায়, সে জন্য হরসুখের উপরেও হামলা চালানো হয়। পুলিশ এমনটাই মনে করছে।

আরও পড়ুন: দিদির প্রেমিক নাপসন্দ, তরুণীকে খুন রিষড়ায়

কেশোড় থানার ইনস্পেক্টর অশোক তিলভা জানিয়েছেন, গোটা ষড়যন্ত্রের কথাই নীতীশ মুন্দ জেরায় স্বীকার করেছেন। আরতি-কঁওয়লজিতসিন যে এই পরিকল্পনায় জড়িত এবং বিমার টাকা পাওয়ার জন্যই যে এই ষড়যন্ত্র, সে কথাও নীতীশ পুলিশকে জানিয়েছেন। গুজরাত পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অনাবাসী ভারতীয় দম্পতিকে হাতে পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Insurrance Money NRI Couple Adopted Son Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy