Advertisement
E-Paper

হত সেনার দেহ ছিন্নভিন্ন করল পাক বাহিনী

সকালেই বিশেষ সেনা অভিযানে খতম হয়েছিল দুই জঙ্গি। বেলা গড়াতে না গড়াতেই তার জবাব এল সীমান্তের ও-পার থেকে।

সাবির ইবন ইউসুফ

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ০১:০৮

সকালেই বিশেষ সেনা অভিযানে খতম হয়েছিল দুই জঙ্গি। বেলা গড়াতে না গড়াতেই তার জবাব এল সীমান্তের ও-পার থেকে।
আজ উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মছিল সেক্টরে পাক হামলায় মৃত্যু হয়েছে তিন সেনা জওয়ানের। যাঁদের মধ্যে এক জওয়ানের দেহ ছিন্নভিন্ন করে ফেলে রেখে যাওয়া হয়েছে। ভারতীয় সেনা বাহিনীর নর্দার্ন কম্যান্ডের তরফে টুইট করে আজ এ খবর জানানো হয়।
সেনা বাহিনীর শীর্ষ কর্তারা জানাচ্ছেন, পাকিস্তানি সেনার বিশেষ সীমান্ত বাহিনী ব্যাট (বর্ডার অ্যাকশন টিম)-এর হামলাতেই মৃত্যু হয়েছে এই তিন জওয়ানের। ঘন কুয়াশার সুযোগ নিয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এ দেশে ঢুকে তারা হামলা চালিয়েছে ব্যাটের বাহিনী। তিন জনকে মেরে ও পারে ফিরেও গিয়েছে তারা। নিহতদের নাম মনোজ কুশওয়াহা, শশাঙ্ক সিংহ এবং প্রভু সিংহ। বছর পঁচিশের প্রভু রাজস্থানের বাসিন্দা। তাঁর দেহই বিকৃত করে দিয়েছে পাক বাহিনী।
ভারতীয় সেনাবাহিনীর একাংশের ব্যাখ্যা, মূলত এ ভাবে আজ ভারতীয় বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের জবাব দিয়েছে পাকিস্তান। এই হামলার যোগ্য জবাব সীমান্তে দেওয়া হবে বলে জানিয়েছে ভারতীয় সেনার নর্দার্ন কম্যান্ডও।
সেনা কর্তারা জানিয়েছেন, ব্যাটের বাহিনীতে মূলত দক্ষ জঙ্গিদের রাখে পাক সেনা। যারা শত্রু পক্ষের মাটিতে (এক থেকে তিন কিলোমিটার এলাকার মধ্যে) ঢুকে অতর্কিতে আক্রমণ করে নিজেরা গা ঢা়কা দিতে সিদ্ধহস্ত। চলতি মাসের মধ্যে এ ধরনের হামলা এই নিয়ে দ্বিতীয় বার। গত মাসের ২৯ তারিখ এই মছিল সেক্টরেই মনদীপ সিংহ নামে এক জওয়ানের দেহ ছিন্নভিন্ন করে দিয়ে পালিয়ে গিয়েছিল জঙ্গিরা। মাস পেরোনোর আগেই ফের একই ধরনের হামলা। বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকরকে বিশদ আলোচনা করেন উপ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়ত। পাক সেনা বাহিনীর এই হামলাকে ‘কাপুরুষোচিত’ অ্যাখ্যা দেন পর্রীকর।
২০১৩ সালে প্রথম বার বড়সড় হামলা চালায় ব্যাট। সেই বছর অগস্টে ভারতে ঢুকে একটি টহলদারি বাহিনীর উপর হামলা চালিয়েছিল তারা। ভারতীয় সেনাদের উপর পাকিস্তানের অত্যাচারের কাহিনিও নতুন নয়। ২০১৩-রই জানুয়ারিতে কাশ্মীরের কৃষ্ণগতি সেক্টরে হামলা চালিয়েছিল ব্যাট বাহিনী। তাতে মৃত্যু হয় ল্যান্স নায়েক হেমরাজ ও ল্যান্স নায়েক সুধাকর সিংহের। ওই দুই জওয়ানেরই দেহ ছিন্নভিন্ন করে দিয়েছিল পাক সেনা। হেমরাজের মাথাও কেটে ফেলেছিল তারা। তা নিয়ে দীর্ঘ দিন ধরে চাপানউতোর চলেছে দু’দেশের। কার্গিল যুদ্ধের সময়ে একাধিক বার বন্দি ভারতীয় জওয়ানদের উপরে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে।

নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয় দু’টি নতুন দু’হাজার টাকার নোট। ছবি: পিটিআই।


আজ মছিলে হামলার পিছনে পাক সেনাপ্রধান রাহিল শরিফের একটা বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা। আর কয়েক দিন পরেই অবসর নিচ্ছেন রাহিল। তাঁকে এই পদে বহাল রাখার জন্য পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে নানা শিবির থেকে দরবার করা হয়েছিল। কিন্তু সেই আবেদনে খুব একটা আমল দেননি নওয়াজ। সে নিয়ে দু’জনের সংঘাতও চরমে ওঠে। গত কাল থেকে দেশের বিভিন্ন সেনা ঘাঁটিতে নিজের বিদায়ী সফর শুরু করেছেন রাহিল। ভারতীয় সেনার একাংশের মতে, এই সুযোগে অবসরের পরেও সেনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছেন রাহিল। সেই সঙ্গেই পরবর্তী কালে নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরির বিষয়টিও কয়েক ধাপ এগিয়ে রাখতে চাইছেন তিনি। ভারতের প্রতি প্রকাশ্যেই একাধিক বার বিদ্বেষ ছড়াতে দেখা গিয়েছে তাঁকে। এই হামলার ফলে রাহিলের প্রতি পাক সেনাবাহিনীর আনুগত্য বাড়বে বলে মনে করছেন ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্তারা। তবে ভারতের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, তাদের ভাবমূর্তি নষ্ট করতেই এমন দাবি করেছে দিল্লি।
কিন্তু মছিলে হামলার পরে ভারতীয় বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের কায়দাতেই আজ পাল্টা আঘাত হেনেছে পাক সেনা। ভবিষ্যতে যে পাকিস্তান এই ধরনের আরও হামলা চালাতে পারে তা এখন থেকেই বুঝতে পারছে সেনা। আজ তিন জওয়ানকে মেরে ফেলার পরেও সীমান্তের ও পার থেকে ভাল রকমের গোলা বর্ষণ চালিয়েছে পাক সেনা। ভারতীয় সেনা কর্তাদের ব্যাখ্যা, ‘‘আমরা যে পাল্টা জবাব দেব, তা পাকিস্তান জানে। তাই গোলাগুলি চালিয়ে ব্যস্ত রাখতে চাইছে।’’
আজ দুপুরের হামলার আগে ভোরের দিকে একটি অভিযানে সাফল্য পেয়েছিল ভারতীয় সেনা। উত্তর কাশ্মীরেরই বান্দিপোরা জেলার হাজিন এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পেয়েছিল সেনা। ঘটনাস্থলে বিশাল বাহিনী পৌঁছলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাবে মৃত্যু হয় দুই জঙ্গির। তারা লস্কর-ই-তইবার সদস্য বলে মনে করা হচ্ছে। নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও ১৫ হাজার ভারতীয় টাকা। যার মধ্যে রয়েছে দু’টি নতুন দু’হাজার টাকার নোট।

Pakistan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy