যাত্রীরা সকলে নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন।উঠেও পড়েছিলেন বিমানে। ১০০ যাত্রীর সেই তালিকায় ছিল খোদ বিমান পরিবহন মন্ত্রী অশোক গজপতি রাজুর নাম। তিনিও উঠে পড়েছিলেন। কিন্তু, মন্ত্রী-সহ সেই বিমান উড়ল প্রায় দেড় ঘণ্টা দেরিতে। বুধবারের এই ঘটনায় কাজে গাফিলতির অভিযোগ তুলে তিন কর্মীকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া।
এ দিন সকাল ৬টায় দিল্লি থেকে অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া যাওয়ার কথা ছিল এআই ৪৫৯ বিমানের। শেষ পর্যন্ত বিমানটি যখন দিল্লি থেকে ‘টেক অফ’ করল, তত ক্ষণে কেটে গিয়েছে প্রায় দেড় ঘণ্টা। বিক্ষুব্ধ যাত্রীরা ছেঁকে ধরেন মন্ত্রীকে। যাত্রীদের অভিযোগ এবং প্রশ্নবাণে তত ক্ষণে জেরবার রাজু। উড়ানে বিলম্ব এবং যাত্রীদের হয়রানির বিষয়টি মেনে নিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
‘প্রেম’ করে বিয়ে, কাশ্মীরে চাকরি হারালেন শিক্ষক দম্পতি
ব্যাঙ্কে আধার যোগের সময় বেড়ে ৩১ মার্চ
গোটা ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে তিন কর্মীকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে এয়ার ইন্ডিয়া।সংস্থার মুখপাত্র জিপি রাও বলেছেন, ‘‘বিজয়বাড়াগামী এয়ার ইন্ডিয়ার এআই ৪৫৯ বিমানটি প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছিল। বিমানে ১০০ জন যাত্রী এবং বিমান পরিবহন মন্ত্রীছিলেন। যাত্রীদের অসন্তোষের মুখে পড়তে হয় মন্ত্রীকে।’’ এয়ার ইন্ডিয়ার সিএমডি প্রদীপ খারোলার কাছে দেরির কারণ জানতে চেয়েছেন রাজু। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিমানটি সঠিক সময়েই ছাড়ার কথা ছিল। কিন্তু, দৃশ্যমানতা কম ছিল। আরও ভাল দৃশ্যমানতার জন্য অপেক্ষা করছিল অপারেশন উইং। কিন্তু, বিষয়টি গ্রাউন্ড স্টাফদের জানানো হয়নি। তাই হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের।
পাশাপাশি, এয়ারপোর্ট পাস নিয়ে পাইলটকেও কিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ১৫ মিনিট দেরিতে আসার জন্য সতর্ক করা হয়েছে পাইলটকেও।