Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মোদীকে চাপ, ধর্নায় রাহুল

উত্তরপ্রদেশের চাষিদের জন্য ঋণ মকুবের দাবি তুলে এর আগে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছিলেন তিনি। আজ তামিলনাড়ুর কৃষকদের ধর্নায় যোগ গিয়ে রাহুল গাঁধী অভিযোগ তুললেন, প্রধানমন্ত্রী ধনীদের ঋণ মকুব করে দিচ্ছেন। কিন্তু তিনি চাষিদের ঋণ মকুব করছেন না।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:২৭
Share: Save:

উত্তরপ্রদেশের চাষিদের জন্য ঋণ মকুবের দাবি তুলে এর আগে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছিলেন তিনি। আজ তামিলনাড়ুর কৃষকদের ধর্নায় যোগ গিয়ে রাহুল গাঁধী অভিযোগ তুললেন, প্রধানমন্ত্রী ধনীদের ঋণ মকুব করে দিচ্ছেন। কিন্তু তিনি চাষিদের ঋণ মকুব করছেন না।

দিল্লির যন্তর মন্তরে দশ দিন ধরে তামিলনাড়ুর কৃষকরা ধর্নায় বসেছেন। দাবি, কৃষি ঋণ মাফ করতে হবে। খুলি সামনে রেখে আন্দোলনে বসেছেন তাঁরা। দাবি, ওগুলো আত্মহত্যা করা কৃষকদের খুলি। এর আগে কানিমোঝির মতো তামিল নেতা-নেত্রীরা কৃষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আজ রাহুল গাঁধী ধর্নায় যোগ দিয়ে অভিযোগ তেলেন, ‘‘এই চাষিদের আওয়াজ প্রধানমন্ত্রীর কানে পৌঁছয় না। কিন্তু এদের কথা শোনাটা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে।’’

আরও পড়ুন:​ ‘ওরা কাঁচা ডিম খায়! নরমাংসও খায় শুনেছি, ওরা সব করতে পারে’

বিজয় মাল্যর দিকে ইঙ্গিত করে রাহুল বলেন, ‘‘প্রধানমন্ত্রী দেশের ৫০ জন সব থেকে ধনীর ১.৪ লক্ষ কোটি টাকার ঋণ মাফ করেছেন। কিন্তু চাষিদের জন্য তা করেন না।’’ কাবেরী নদীর অববাহিকার ওই কৃষকরা সরকারের কাছে ৪০ হাজার কোটি টাকার ত্রাণ প্যাকেজের দাবি জানিয়েছেন। কৃষকদের সঙ্গে ১৫ মিনিট কথা বলার পর রাহুল আশ্বাস দেন, কংগ্রেস তাঁদের হয়ে লড়বে। ছিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার ও প্রদেশ কংগ্রেস সভাপতি এস থিরুনভুক্কারাসার। কংগ্রেসের অভিযোগ, উত্তরপ্রদেশের চাষিদের জন্যও ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে রাজ্যের বিজেপি সরকার কিছু করেনি। মোদীও জানিয়েছেন, কেন্দ্র কিছু করবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE