লড়াই নাকি সর্বসম্মত মনোনয়ন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সেই সংশয়ের জট খুলল না। শুক্রবার সকালে ১০ নম্বর জনপথে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে দুই বিজেপি প্রতিনিধি বেঙ্কাইয়া নাইডু ও রাজনাথ সিংহের বৈঠকের পরেও। কারণ, বিজেপি, কংগ্রেস কেউই ‘হাতের তাস’ দেখাতে চাইল না।
কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শাসক দল (বিজেপি) তার পছন্দের প্রার্থীর নাম জানায়নি। ফলে, সর্বসম্মত মনোনয়ন তো দূরের কথা, আলোচনাও তেমন এগোয়নি।
বিরোধী দলগুলি আলাদা আলাদা ভাবে নিজেদের মধ্যে আগেই আলোচনা করে নিয়েছিল। লড়াই এড়িয়ে সর্বসম্মত প্রার্থী বেছে নেওয়ার চেষ্টায় এ দিন সকালে সনিয়ার সঙ্গে দেখা করেন বিজেপি’র দুই প্রতিনিধি। এ দিনই বিজেপি’র আরেকটি প্রতিনিধিদলের দেখা করার কথা বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গেও। বিরোধীদের বক্তব্য, কাকে তাদের পছন্দ, সেই নামটা আগে জানাক বিজেপি। পছন্দ হলে তাতে ‘সিলমোহর’ লাগাবেন বিরোধীরা। আর পছন্দ না হলে হবে রাষ্ট্রপতি নির্বাচন, ১৭ জুলাইয়ে।
১০ জনপথে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজনাথ সিংহ ও বেঙ্কাইয়া নাইডু। শুক্রবার সকালে। ছবি- পিটিআই।
কিন্তু এ দিন সনিয়ার সঙ্গে বিজেপি’র দুই প্রতিনিধির বৈঠকের পর কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বিজেপি’র তরফে কোনও নামই জানানো হয়নি।
আরও পড়ুন- জিতলেই মরে যাব! ভোটে জেতার ভয়ে কাঁটা ১৮০ বার হারা ভোটের রাজা
বিরোধীরা চাইছেন, নামটা আসুক টেবিলের ও পাশ (এনডিএ শিবির) থেকে। কিন্তু এআইসিসির সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদ জানিয়েছেন, শুক্রবার সকালে ১০ জনপথে আধ ঘণ্টার বৈঠকে বিজেপি প্রতিনিধি সনিয়ার কাছেই জানতে চান বিরোধীদের পছন্দের প্রার্থীর নাম। সনিয়া জানাননি। আমরা চাইছি, নামটা বিজেপি জানাক। সেই নাম নিয়ে আমরা দলে আলোচনা করব, কথা বলব অন্য বিরোধী দলগুলির সঙ্গেও। কিন্তু বিজেপি কোনও নাম দেয়নি, তাই কোনও নাম নিয়েই আলোচনা এগোয়নি।’’
ওই বৈঠকে কংগ্রেসের তরফে ছিলেন আজাদ ও মল্লিকার্জুন খাড়গেও।