তাঁদের পরিবারকে ‘নিরাপত্তাহীন’ করার জন্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ‘ধন্যবাদ’ জানালেন লালু-জায়া তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ীদেবী। কাল রাতে রাবড়ীদেবীর নামে বরাদ্দ সরকারি বাংলো থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেওয়া হয়। সে বিষয়ে আজ মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাবড়ীদেবী জানান, রাজ্যের দেওয়া নিরাপত্তার আর তাঁদের দরকার নেই।
১০ নম্বর সার্কুলার রোড থেকে ১৩ বছর পর সব নিরাপত্তাকর্মীকে সরিয়ে দেওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে। আচমকা সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ লালুপ্রসাদের পরিবারের সদস্যরা সকলেই নিজের নিজের নিরাপত্তা ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এ নিয়ে মুখ না খুললেও দলের এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘যা হয়েছে সব নিয়ম মেনেই হয়েছে।’’ নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্রের বক্তব্য, মূলত যাঁর জন্য এই নিরাপত্তা ব্যবস্থা ছিল সেই আরজেডি প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ গত ডিসেম্বর থেকেই জেলে। সে কারণেই নিরাপত্তা রক্ষীদের সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত।