Advertisement
E-Paper

প্রয়োজনে পথ দেখে নেব, এ বার বিজেপিকে হুঙ্কার টিডিপির

এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক টিডিপি। অন্ধ্রপ্রদেশে এবং তেলঙ্গানায় টিডিপি-বিজেপির জোট রয়েছে। অন্ধ্রে এই জোটই ক্ষমতায়। কিন্তু, ইদানিং মোটেই ভাল যাচ্ছে না তাদের সম্পর্ক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ১২:৫৫
চন্দ্রবাবু নাইডু। ফাইল ছবি।

চন্দ্রবাবু নাইডু। ফাইল ছবি।

এনডিএ-র অন্দরে নতুন শরিকি জট। দিন কয়েক আগেই জোট ছাড়ার কথা ঘোষণা করেছে শিবসেনা। সেই রেশ কাটার আগেই জোট নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করল আর এক বিজেপি-সঙ্গী। এ বার তেলুগু দেশম পার্টি (টিডিপি)। অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতাদের বিরুদ্ধে সরব হলেন খোদ টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। প্রয়োজনে তাঁরা নিজেদের পথ দেখে নেবেন বলে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।

ফাটলটা ধরছিল বেশ কিছু দিন ধরেই। বিভিন্ন ইস্যুতে টিডিপি নেতাদের প্রকাশ্যে গালমন্দ করছিলেন অন্ধ্রের বিজেপি নেতারা। সেই প্রসঙ্গ তুলে শনিবার সন্ধ্যায় চন্দ্রবাবু সাংবাদিক সম্মেলেন বলেন, ‘‘অন্ধ্রের যে বিজেপি নেতারা টিডিপির নিন্দা করছেন, তাঁদের সামলানোর দায়িত্ব বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের।’’

পাশাপাশি, নিজের দলের নেতাদের তিনি যে সংযত রেখেছেন, সেই দাবিও করেছেন নাইডু। তাঁর কথায়, ‘‘জোট ধর্মকে সম্মান করে টিডিপি। আর তাই টিডিপি নেতারা বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে কোনও খারাপ মন্তব্য করেন না।’’ এর পরই তাঁর কড়া বার্তা, ‘‘ওঁরা আমাদের সঙ্গে থাকতে না চাইলে, আমরাও নমস্কার জানিয়ে নিজেদের রাস্তা দেখে নেব। আমরা তৈরি।’’

এনডিএ জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক টিডিপি। অন্ধ্রপ্রদেশে এবং তেলঙ্গানায় টিডিপি-বিজেপির জোট রয়েছে। অন্ধ্রে এই জোটই ক্ষমতায়। কিন্তু, ইদানিং মোটেই ভাল যাচ্ছে না তাদের সম্পর্ক। সেই ছাই চাপা আগুন হঠাৎই জ্বলে ওঠে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে। ওয়াইএসআর কংগ্রেস ছেড়ে টিডিপি-তে যোগ দেন চার বিধায়ক। তাঁদের নিজের মন্ত্রিসভায় নিয়ে নেন চন্দ্রবাবু। বিষয়টি মোটেই ভাল চোখে নেয়নি বিজেপি। তার পরই প্রকাশ্যে চন্দ্রবাবু নাইডুর নিন্দা শুরু করেন অন্ধ্রের বিজেপি নেতা বিষ্ণুকুমার রাজু।

আরও পড়ুন: প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে প্যালেস্তাইন যাচ্ছেন মোদী

২০১৯-এ মহারাষ্ট্রের মতো অন্ধ্রপ্রদেশেও বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই লোকসভা এবং বিধানসভায় একলা চলার কথা ঘোষণা করে দিয়েছে শিবসেনা। এ বার শিবসেনার পথেই কি হাঁটতে চলেছে টিডিপি! সে কথা বলার সময় এখনও আসেনি। কারণ ২০১৯-এর লোকসভা ভোটের কথা মাথায় রাখতে হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও।

আরও পড়ুন: তৃণমূল-রাঙ্খলে ‘না’, প্রার্থী তৈরি কংগ্রেসের

Chandrababu Naidu TDP NDA চন্দ্রবাবু নাইডু টিডিপি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy