Advertisement
E-Paper

জঙ্গিরা আমাদের ভাই, তাঁরা শহিদ: মন্তব্য বিধায়কের, তীব্র বিতর্ক জম্মু-কাশ্মীরে

শাসক দলের বিধায়কের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক জম্মু-কাশ্মীরে। বিধানসভায় দাঁড়িয়ে জঙ্গিদের প্রতি সহানুভূতি দেখালেন বিধায়ক এজাজ আহমেদ মির। জঙ্গিদের ‘ভাই’ এবং ‘শহিদ’ আখ্যা দিলেন তিনি। তীব্র নিন্দায় সরব বিজেপি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ১৫:৩৯
খোদ শাসক দলের বিধায়ক যে ভাবে সহানুভূতি ব্যক্ত করেছেন জঙ্গিদের হয়ে, তাতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জম্মু-কাশ্মীরে। গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

খোদ শাসক দলের বিধায়ক যে ভাবে সহানুভূতি ব্যক্ত করেছেন জঙ্গিদের হয়ে, তাতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে জম্মু-কাশ্মীরে। গ্রাফিক্স: শৌভিক দেবনাথ।

জঙ্গিদের প্রতি গভীর সহানুভূতি দেখিয়ে তীব্র বিতর্কে জড়ালেন জম্মু-কাশ্মীরের বিধায়ক এজাজ আহমেদ মির। শাসক দল পিডিপি-র বিধায়ক তিনি।

খাস বিধানসভায় দাঁড়িয়ে ওয়াচি থেকে নির্বাচিত বিধায়ক মিরের মন্তব্য, ‘‘তাঁরা আমাদের ভাই এবং তাঁরা শহিদ।’’ বিধায়কের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে জম্মু-কাশ্মীরের জোট সরকারের শরিক দল বিজেপি। এজাজ আহমেদ মিরের মন্তব্যকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বিরোধিতায় সরব হয়েছে প্রধান বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সও।

বিধানসভায় মির বুধবার যে মন্তব্য করেছিলেন, সে বিষয়ে তাঁকে আজ, বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়তে হয়। তিনি বলেন, ‘‘জঙ্গিরা এই জম্মু-কাশ্মীরেরই, তাঁরা আমাদের সন্তান। তাঁদের হত্যায় আমাদের উল্লসিত হওয়া উচিত নয়।’’ বিধানসভায় তিনি জঙ্গিদের যে ভাবে ‘ভাই ও শহিদ’ আখ্যা দিয়েছিলেন, সেই অবস্থানে কি তিনি অনড়? সংবাদমাধ্যমের তরফে এমন প্রশ্নও আজ রাখা হয়েছিল পিডিপি বিধায়কের সামনে। তিনি জানান, তিনি সেই অবস্থানে অনড়ই।

আরও পড়ুন: কাশ্মীরে একেবারে না, ভারতভ্রমণে সতর্কতা বৃদ্ধি মার্কিন নাগরিকদের

এ দিন অবশ্য কিছুটা ‘ড্যামেজ কন্ট্রোল’-এর চেষ্টাও করেছেন এজাজ আহমেদ মির। নিরাপত্তা বাহিনীর প্রতি এবং যে নিরাপত্তা কর্মীদের মৃত্যু হচ্ছে, তাঁদের পরিজনদের প্রতিও তিনি সহানুভূতিশীল— এমন মন্তব্যও এ দিন করেছেন মির। তিন মাস আগে পিডিপি-র এই বিধায়ক নিজেই জঙ্গি হামলার মুখে পড়েছিলেন। তাঁর বাড়িতে গ্রেনেড ছুড়েছিল জঙ্গিরা। সে বিষয়ে প্রশ্ন করা হলে মির বলেন, ‘‘আদর্শগত সঙ্ঘাতের কারণে এমনটা ঘটতে পারে।’’

সরাসরি জঙ্গিদের হয়ে মুখ না খুললেও, ‘নিরীহদের হত্যা’-র অভিযোগ তুলে জম্মু-কাশ্মীর বিধানসভায় সরব বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সও। ছবি: পিটিআই।

বিধায়কের মন্তব্যের তীব্র নিন্দা শোনা গিয়েছে বিজেপি নেতৃত্বের মুখে। শরিক পিডিপি-র বিধায়কের মন্তব্যের বিরোধিতা করে বিজেপি বিধায়ক রবীন্দ্র রায়না বলেছেন, ‘‘হাস্যকর কথা! আমি এই মন্তব্যের নিন্দা করছি। সন্ত্রাসবাদকে মহিমান্বিত করা হচ্ছে, আগুন নিয়ে কেলা হচ্ছে।’’ রায়না আরও বলেন, ‘‘গত ৩০ বছরে সন্ত্রাস যাঁদের প্রাণ নিয়েছে, তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলুন। পাকিস্তানের মদতে চলতে থাকা সন্ত্রাসে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিজনদের ক্ষতস্থানে নুন ঘষে দেওয়া হল।’’

আরও পড়ুন: মোদীকে জেতাতে বগলাপুজোর আয়োজন লালকেল্লায়

বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স আবার এজাজ মিরের মন্তব্যকেই হাতিয়ার করে নিয়েছে। উপত্যকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা যে ভাবে বেড়েছে গত কয়েক বছরে, ন্যাশনাল কনফারেন্সও তা পছন্দ করছে না। সরাসরি জঙ্গিদের পক্ষে ন্যাশনাল কনফারেন্স নেতারা মুখ খোলেননি। তবে ‘নিরীহদের হত্যা করা হচ্ছে’ বলে অভিযোগ করে বিধানসভায় সরব হয়েছে প্রধান বিরোধী দল। ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা আকবর লোন বলেছেন, ‘‘পিডিপি-র মধ্যে স্ববিরোধ রয়েছে। এক দিকে তারা জঙ্গিদের খতম করছে, অন্য দিকে তাদের বিধায়কই এমন একটা মন্তব্য করছেন।’’ সন্ত্রাস প্রসঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি যা বলেছেন, মেহবুবার দলের বিধায়কের অবস্থান তার সঙ্গে মিলছে না বলে ন্যাশনাল কনফারেন্স নেতা দাবি করেছেন।

Terrorism Terrorist Militant Jammu-Kashmir PDP NC BJP জম্মু-কাশ্মীর পিডিপি এনসি বিজেপি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy