Advertisement
E-Paper

কেজরীর বিরুদ্ধে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ দায়ের, উত্তপ্ত হচ্ছে দিল্লি

ক্রমশ উত্তপ্ত হচ্ছে দিল্লি। রাজধানীর কুখ্যাত গ্রীষ্মকেও হার মানানোর পথে দিল্লির রাজনৈতিক উত্তাপ। অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে দুর্নীতির যে ‘তথ্যপ্রমাণ’ তাঁর হাতে রয়েছে, সে সব নিয়ে সিবিআই দফতরে হাজির হয়ে এফআইআর করে এলেন আম আদমি পার্টি (আপ) থেকে সদ্য বহিষ্কৃত কপিল মিশ্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ১৫:৩১
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

ক্রমশ উত্তপ্ত হচ্ছে দিল্লি। রাজধানীর কুখ্যাত গ্রীষ্মকেও হার মানানোর পথে দিল্লির রাজনৈতিক উত্তাপ। অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে দুর্নীতির যে ‘তথ্যপ্রমাণ’ তাঁর হাতে রয়েছে, সে সব নিয়ে সিবিআই দফতরে হাজির হয়ে এফআইআর করে এলেন আম আদমি পার্টি (আপ) থেকে সদ্য বহিষ্কৃত কপিল মিশ্র। আর বরখাস্ত হওয়া মন্ত্রী তথা বহিষ্কৃত বিধায়কের তোপের মোকাবিলায় মুখ খুলতে হল খোদ মুখ্যমন্ত্রী কেজরীবালকেই। টুইট করে তাঁর মন্তব্য, ‘‘সত্যের জয় হবে। দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন থেকেই তার সূচনা হবে।’’ দেশের বিরুদ্ধে চলতে থাকা এক বড় ষড়যন্ত্রের পর্দা ফাঁস হতে চলেছে বলেও কেজরীবাল মন্তব্য করেছেন।

মঙ্গলবার সকালে কপিল মিশ্র সাংবাদিক বৈঠক করে জানান, তিনি কেজরীবালদের বিরুদ্ধে এফআইআর করতে সিবিআই দফতরে যাবেন। আপ-এর আহ্বায়ক অরবিন্দ কেজরীবালকে লেখা একটি চিঠি তিনি পড়ে শোনান সাংবাদিক বৈঠকে। কেজরীবালকে সে চিঠিতে কপিল মিশ্র লিখেছেন, ‘‘আমাকে আশীর্বাদ করুন, আমি আপনার বিরুদ্ধে এফআইআর করতে যাচ্ছি।’’

কেজরীবালের ব্যক্তিগত দুর্নীতির তথ্যপ্রমাণ তাঁর হাতে রয়েছে বলে কপিল মিশ্র দাবি করেছেন একাধিক বার। মঙ্গলবার সিবিআই দফতর থেকে বেরিয়ে কপিল মিশ্র জানিয়েছেন যে তিনি তিনটি অভিযোগ দায়ের করেছেন। কেজরীবালের এক আত্মীয়ের ৫০ কোটি টাকার জমি লেনদেন নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। কেজরীবাল এবং সত্যেন্দ্র জৈনের মধ্যে ২ কোটি টাকার আদান-প্রদান নিয়ে দ্বিতীয় এফআইআর-টি হয়েছে। তৃতীয়টি হয়েছে সেই আপ নেতাদের বিরুদ্ধে, যাঁরা বিদেশ সফরের জন্য তহবিলের অপব্যবহার করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রীর দুই টুইট।

সরাসরি কেজরীবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কপিল মিশ্রই প্রথম বার তুলেছেন, তা নয়। আগেও কয়েক জন এমন অভিযোগ করেছেন। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী কখনওই সে সব অভিযোগ সম্পর্কে নিজের প্রতিক্রিয়া দেননি। কপিল তোপ দাগতে শুরু করার পর কিন্তু আর নীরব থাকতে পারেননি তিনি। সোমবারই তিনি ‘সত্যের জয় হবে’ লিখে টুইট করেছিলেন। মঙ্গলবার ফের একটি টুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘দেশে চলতে থাকা একটা খুব বড় ষড়যন্ত্রের কথা আজ বিধানসভায় সৌরভ ভরদ্বাজ প্রকাশ করবেন। তাঁর কথা অবশ্যই শুনবেন। সত্যমেব জয়তে।’’

আরও পড়ুন: মদ্যপ বলে বিমানে উঠতে দেওয়া হল না উপমুখ্যমন্ত্রীর ছেলেকে

কেজরীর বিরোধীরা বলছেন, কোথাও কোনও ষড়যন্ত্র নেই। কেজরীবালের বিরুদ্ধে কপিল শর্মা যে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ এনেছেন, তার দিক থেকে নজর ঘোরাতেই দেশে চলতে থাকা ‘বিরাট ষড়যন্ত্রের’ গল্প ফাঁদা হচ্ছে বলে বক্তব্য কেজরীবাল বিরোধীদের। বিজেপি-ও দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী নিবাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। কেজরীবালের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। জলকামান ব্যবহার করে বিক্ষোভ ভাঙতে হয়েছে পুলিশকে।

Aam Admi Party Arvind Kejriwal Delhi Chief Minister Kapil Mishra FIR C Corruption
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy