Advertisement
০৬ মে ২০২৪
National News

‘নিজের ছেলেকে জানোয়ার হয়ে উঠতে দেবেন না’

এই প্রতিবাদে অনুষ্কা পাশে পেয়েছেন বিরাট কোহালিকেও। টুইটারে ওই ঘটনার নিন্দা করে ভিডিও পোস্ট করেছেন বিরাট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ১৫:৩৩
Share: Save:

নিউ ইয়ার ইভে বেঙ্গালুরুতে মহিলাদের শ্লীলতাহানির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বাদ নেই বলিউডও। অক্ষয় কুমারের পর এ বার মুখ খুললেন অনুষ্কা শর্মা। নায়িকা টুইট করলেন, ‘‘আমি অবাক। সে দিন যাঁরা দাঁড়িয়ে দেখছিলেন তাঁরা কেউ কেন এগিয়ে এলেন না? এটা তো শুধু ওই ছেলেগুলোর দোষ নয়। দোষ গোটা সমাজের। আপনার সন্তানকে মহিলাদের সম্মান করতে শেখান। নিজের ছেলেকে জানোয়ার হয়ে উঠতে দেবেন না।’’

এই প্রতিবাদে অনুষ্কা পাশে পেয়েছেন বিরাট কোহালিকেও। টুইটারে ওই ঘটনার নিন্দা করে ভিডিও পোস্ট করেছেন বিরাট। তিনি বলেন, ‘‘ওদের পুরুষ বলার কোনও অধিকারই নেই।’’

আরও পড়ুন, বেঙ্গালুরুতে মহিলাদের শ্লীলতাহানি নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

বিরাটের প্রশ্ন ‘‘এটা আপনার পরিবারের কারও সঙ্গে হলে কী করতেন? দাঁড়িয়ে দেখতেন নাকি সাহায্য করতে এগিয়ে যেতেন? শুধুমাত্র ছোট পোশাক পরেছিল বলে মেয়েটির সঙ্গে এমন হল? এটা তো ওর জীবন ওর সিদ্ধান্ত। আমাদের চিন্তা ভাবনা বদলাতে হবে। ছেলেমেয়েকে সমানভাবে দেখতে হবে। এই সমাজে থাকি বলে তো আমার লজ্জা করছে।’’ & ' ' &

বিরাটের প্রশ্ন ‘‘এটা আপনার পরিবারের কারও সঙ্গে হলে কী করতেন? দাঁড়িয়ে দেখতেন নাকি সাহায্য করতে এগিয়ে যেতেন? শুধুমাত্র ছোট পোশাক পরেছিল বলে মেয়েটির সঙ্গে এমন হল? এটা তো ওর জীবন ওর সিদ্ধান্ত। আমাদের চিন্তা ভাবনা বদলাতে হবে। ছেলেমেয়েকে সমানভাবে দেখতে হবে। এই সমাজে থাকি বলে তো আমার লজ্জা করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Anushka Sharma Bengaluru Molestation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE