Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

দিল্লির পাঁচতারা হোটেলে শ্লীলতাহানি! অভিযোগ করে বরখাস্ত মহিলা

মহিলা জানান, ঘটনার রাতেই এইচআর-কে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ করেন। কিন্তু তারা কোনও পদক্ষেপই করেনি এ ব্যাপারে।

মহিলার শ্লীলতাহানির চেষ্টা। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া সেই ছবি।

মহিলার শ্লীলতাহানির চেষ্টা। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া সেই ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ১৪:৩৭
Share: Save:

অফিসের ভিতরেই এক মহিলা কর্মীর শাড়ি ধরে টানাটানি করলেন এক উচ্চপদস্থ কর্তা। অভিযোগ জানিয়ে প্রতিকার তো মিললই না, উল্টে চাকরি থেকে বরখাস্ত করা হল যৌন হেনস্থার শিকার ওই মহিলা কর্মীকেই। গত ২৯ জুলাই ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির এক পাঁচতারা হোটেলে। যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি ওই হোটেলের সিকিউরিটি ম্যানেজার। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজ শেয়ার করেছেন মহিলা।

আরও পড়ুন: হেনস্থার নালিশে পিছিয়েই মেয়েরা

বছর তেত্রিশের ওই মহিলা হোটেলের গেস্ট রিলেশনের দায়িত্বে ছিলেন। এনডিটিভি-কে ওই মহিলা বলেন, “সে দিন আমার জন্মদিন ছিল। সিকিউরিটি ম্যানেজার পবন দাহিয়া ক্রেডিট কার্ড বের করে উপহারের দেওয়ার প্রস্তাব দেন। আমাকে বসতে বলেন। বসতে অস্বীকার করলে বস শাড়ি ধরে টেনে কাছে আনার চেষ্টা করেন। তার আগে বাকি কর্মীদের ঘর থেকে বের করে দেন বস।” মহিলার অভিযোগ, ঘটনাটি যখন ঘটছে সে সময় ওই ঘরে উপস্থিত ছিলেন তাঁর এক সিনিয়রও। তিনি সব দেখা সত্ত্বেও বসের কাজে বাধা দেননি।

দেখুন সেই সিসিটিভি ফুটেজ


ভিডিও সৌজন্য: এবিপি নিউজ

মহিলা জানান, ঘটনার রাতেই এইচআর-কে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ করেন। কিন্তু তারা কোনও পদক্ষেপই করেনি এ ব্যাপারে। পরে তাঁর স্বামীর পরামর্শ মতো বিষয়টি জানিয়ে দাহিয়ার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই সঙ্গে সে দিনের ভিডিও ফুটেজটিও শেয়ার করেন। ঘটনার ঠিক দু’সপ্তাহ পরে মহিলার বাড়িতে একটি চিঠি আসে। সেই চিঠিতে বলা হয়, তাঁকে কাজ থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, যে সহকর্মী সে দিনের এই ঘটনার ফুটেজ দিয়ে মহিলাকে সাহায্য করেছিলেন তাঁকেও কাজ থেকে তাড়ানো হয়েছে।

আরও পড়ুন: পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ

মহিলার আরও অভিযোগ, দাহিয়া এর আগেও তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য জোরাজুরি করেছিলেন। তাঁর সঙ্গে রাত কাটাতেও বলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Molestation Delhi Hotel দিল্লি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE