Advertisement
০৭ মে ২০২৪
National News

কোটি কোটি টাকার পুরনো নোট অবৈধ ভাবে বদলে ধৃত রিজার্ভ ব্যাঙ্ক কর্তা

কোটি কোটি টাকার পুরনো নোট অবৈধ ভাবে বদলে নিতে সাহায্য করার অভিযোগে সিবিআই-এর জালে খোদ রিজার্ভ ব্যাঙ্ক কর্তা! কে মাইকেল নামে রিজার্ভ ব্যাঙ্কের এই পদস্থ কর্তাকে সিবিআই বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই তিনি ১ কোটি ৫০ লক্ষ টাকার পুরনো নোট মোটা কমিশনের বিনিময়ে অবৈধ ভাবে বদলে দিয়েছেন বলে অভিযোগ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৬ ১৬:০৭
Share: Save:

কোটি কোটি টাকার পুরনো নোট অবৈধ ভাবে বদলে নিতে সাহায্য করার অভিযোগে সিবিআই-এর জালে খোদ রিজার্ভ ব্যাঙ্ক কর্তা! কে মাইকেল নামে রিজার্ভ ব্যাঙ্কের এই পদস্থ কর্তাকে সিবিআই বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে। ইতিমধ্যেই তিনি ১ কোটি ৫০ লক্ষ টাকার পুরনো নোট মোটা কমিশনের বিনিময়ে অবৈধ ভাবে বদলে দিয়েছেন বলে অভিযোগ। অবৈধ নোট বদল চক্রে জড়িত থাকার অভিযোগে ওই আরবিআই কর্তা ছাড়াও আট জনকে গত কয়েক দিনে গ্রেফতার করেছে সিবিআই। তাদের কাছ থেকে ৯৩ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দারা নিজেরাই গ্রাহক সেজে দালালদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেটা যে আসলে সিবিআই-এর ফাঁদ ছিল, দালালরা তা বুঝতে পারেনি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, পুরনো নোট বদলে দেওয়ার জন্য দালালরা ক্ষেত্র বিশেষে ১৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমিশন নিচ্ছিল। সেই মোটা কমিশনের বিনিময়ে কোটি কোটি টাকার পুরনো নোট বদলে ২০০০ টাকা এবং ৫০০ টাকার নতুন নোট দেওয়া হচ্ছিল। যে সব অসাধু কারবারি বেহিসেবি টাকা ব্যাঙ্কে জমা দিয়ে বদলাতে পারছিলেন না, তাঁরাই এই দালালদের ধরে টাকা বদলে নিচ্ছিলেন। কোনও ব্যাঙ্ক কর্তা যদি এই চক্রের সঙ্গে জড়িত না থাকেন, তা হলে যে এ ভাবে কোটি কোটি টাকার পুরনো নোট বদলে দেওয়া সম্ভব নয়, তা সিবিআই আগেই বুঝেছিল। গ্রাহক সেজে দালালদের ফাঁদে ফেলার পর সেই চাঁইকে খুঁজে বার করতে আর সময় লাগেনি। রিজার্ভ ব্য়াঙ্কের বেঙ্গালুরু শাখার সিনিয়র স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট কে মাইকেল ইতিমধ্যেই ১ কোটি ৫০ লক্ষ টাকার পুরনো নোট অবৈধ ভাবে বদলে নিতে অসাধু কারবারিদের সরাসরি সাহায্য করেছেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

এসসি জয়চন্দ্র নামে বেঙ্গালুরুর এক পদস্থ সরকারি কর্তা তথা ইঞ্জিনিয়রের এক আত্মীয়কে প্রথমে অবৈধ নোট বদল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করেছিল। তাঁকে জেরা করেই আট দালালের খোঁজ মেলে। প্রথমে সেই দালালদের হাতেনাতে ধরার পর রিজার্ভ ব্যাঙ্ক কর্তা কে মাইকেলকেও সিবিআই গ্রেফতার করে নিয়েছে।

এর আগে বেঙ্গালুরুর আরও চার ব্যাঙ্ককর্তার বিরুদ্ধে অবৈধ ভাবে নোট বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল। অন্তত ৫ কোটি ৭০ লক্ষ টাকার পুরনো নোট তাঁরা অবৈধ ভাবে বদলে দিয়েছেন বলে বেঙ্গালুরুর পুলিশ জানতে পেরেছে।

আরও পড়ুন: ২০০ টাকার নোটের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

৫০০ এবং ১০০০ টাকার পুরনো নোট বাতিল হয়ে যাওয়ার পর থেকে গোটা দেশে মুদ্রার সঙ্কট রয়েছে। ব্যাঙ্কের সামনে রোজ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারাণ মানুষকে। সরকার টাকা তোলার যে ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে, অনেক ক্ষেত্রেই সেই পরিমাণ টাকাও ব্যাঙ্ক থেকে তোলা যাচ্ছে না। অধিকাংশ এটিএমেই টাকা মিলছে না। নোটের সঙ্কটে সাধারণ নাগরিক যখন এ ভাবে নাজেহাল, তখন অসাধু কারবারিদের সঙ্গে যোজসাজসে রিজার্ভ ব্যাঙ্ক কর্তাই কোটি কোটি টাকার নতুন নোট পাচার করে দিচ্ছেন। এই চক্রে আরও অনেক রাঘববোয়াল জড়িত বলে সিবিআই মনে করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE