Advertisement
০৩ মে ২০২৪
Terrorism

সাত মাসে ৭০ কাশ্মীরি যুবক জঙ্গি দলে!

উপত্যকায় নিরাপত্তার দায়িত্বে থাকা ওই সেনা কর্তা আরও জানিয়েছেন, ২০১৪ সালে ৫৩ জন, ২০১৫ সালে ৬০ এবং এবং ২০১৬ সালে মোট ৮৮জন কাশ্মীরি যুবক জঙ্গি দলে যোগ দিয়েছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
জম্মু শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ১৮:২৯
Share: Save:

জম্মু ও কাশ্মীরে ধারাবাহিক জঙ্গি হামলায় ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে কাশ্মীরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক শীর্ষ সেনা আধিকারিক জানালেন, গত সাত মাসে ৭০ জন যুবক জঙ্গি দলে নাম লিখিয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের তিনটি জেলা থেকে যুবকরা জঙ্গিদলে যোগ দিয়েছে। এই তিনটি জেলা হল পুলওয়ামা, সোপিয়ান এবং কুলগাম।

উপত্যকায় নিরাপত্তার দায়িত্বে থাকা ওই সেনা কর্তা আরও জানিয়েছেন, ২০১৪ সালে ৫৩ জন, ২০১৫ সালে ৬০ এবং এবং ২০১৬ সালে মোট ৮৮জন কাশ্মীরি যুবক জঙ্গি দলে যোগ দিয়েছিল।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের সোপিয়ানে খতম তিন জঙ্গি, হত ২ জওয়ান

আরও পড়ুন: হিমাচলে ধসের মুখে খাদে পড়ল জোড়া বাস, বহু মৃত্যুর আশঙ্কা

ওই সেনা কর্তা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, পুলওয়ামায় সাম্প্রতিক সময় সব থেকে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কারণ, জঙ্গলাকীর্ণ ওই এলাকায় লুকানোর জন্য অনেক সুবিধাজনক জঙ্গিদের কাছে। জঙ্গলের সুবিধা নিয়েই ওই এলাকায় বেশি হামলা চালায় জঙ্গিরা। ওই সেনা আধিকারিক আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানান, গত সাত মাসে সীমান্ত এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ১৩২ জঙ্গি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Terrorism Terrorist Jammu and Kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE