Advertisement
০৭ মে ২০২৪
National News

বিজেপিকে খোঁচা দিয়ে টুইট শরদের, ঘরেই অস্বস্তির মুখে নীতীশ

দুর্নীতি ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে টুইট করলেন শরদ যাদব। অস্বস্তি বাড়ছে নীতীশ কুমারের।

বিহারে বিজেপি-বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য শরদ যাদবকে আহ্বান জানিয়েছেন লালাুপ্রসাদ। তার পরের দিনই বিজেপিকে খোঁচা দিয়ে টুইট শরদের। ছবি: পিটিআই।

বিহারে বিজেপি-বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য শরদ যাদবকে আহ্বান জানিয়েছেন লালাুপ্রসাদ। তার পরের দিনই বিজেপিকে খোঁচা দিয়ে টুইট শরদের। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ১৪:১৬
Share: Save:

নীতীশের পদক্ষেপে তিনি অত্যন্ত অসন্তুষ্ট— এমন জল্পনা ছিলই। সেই জল্পনার আগুনে আরও ঘি ঢেলে শরদ যাদব এ দিন খোঁচা দিলেন কেন্দ্রীয় সরকারকে। বিদেশে গচ্ছিত কালো টাকা উদ্ধার এবং পানামা পেপারস প্রসঙ্গ টেনে টুইটারে মোদী সরকারকে তীক্ষ্ণ কটাক্ষ করলেন বর্ষীয়ান জেডি(ইউ) নেতা। দলের সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যখন সবে মহাজোট ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন, ঠিক তখনই দলের প্রাক্তন সভাপতি তথা অন্যতম শীর্ষনেতা শরদ যাদবের এই অবস্থান বিশেষ তাৎপর্যপূর্ণ, বলছে রাজনৈতিক শিবির।

‘‘বিদেশে গচ্ছিত কালো টাকা তো দেশে ফেরেইনি, যা শাসক দলের অন্যতম প্রধান স্লোগান ছিল, পানামা পেপারসে যাঁদের নাম ছিল, তাঁদের কাউকেও ধরা যায়নি।’’ রবিবার টুইটারে এমনই লিখেছেন শরদ যাদব। অর্থাৎ, সেই দুর্নীতি ইস্যুতেই বিজেপি তথা মোদী সরকারকে আক্রমণ করলেন শরদ, যে দুর্নীতি ইস্যুতে লালু এবং কংগ্রেসের হাত ছেড়ে রাতারাতি বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তাঁর দলের সভাপতি নীতীশ।

ধর্মনিরপক্ষেতার ইস্যুকে সামনে রেখে ২০১৫-র বিধানসভা নির্বাচনে বিহারে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছিল লালুর আরজেডি, নীতীশ-শরদদের দল জেডি(ইউ) এবং কংগ্রেস। বিপুল গরিষ্ঠতা নিয়ে সেই মহাজোট ক্ষমতায় আসে। নীতীশই মুখ্যমন্ত্রী হন। কিন্তু দু’বছর কাটার আগেই নীতীশ কুমার মহাজোট মন্ত্রিসভা ভেঙে দিয়ে বিজেপির হাত ধরেছেন এবং জানিয়েছেন, ধর্মনিরপেক্ষতার ইস্যুকে ঢাল বানিয়ে তার আড়ালে দুর্নীতি চলতে দেওয়া যায় না। নীতীশের আক্রমণের লক্ষ্য মূলত আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পরিবার। লালু এবং তাঁর ছোট ছেলে তথা বিহারের সদ্যপ্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে সিবিআই। আরজেডি এবং কংগ্রেসের দাবি, এই সিবিআই তদন্ত আসলে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা। নীতীশ কুমার আরজেডি বা কংগ্রেসের এই যুক্তি মানতে চাননি। তিনি ওই দুর্নীতির অভিযোগকে কাজে লাগিয়েই মহাজোট ভেঙে বিজেপির হাত ধরেছেন। কিন্তু ধাক্কাটা তিনি খেলেন নিজের ঘর থেকেই। শরদ যাদব ঝাঁঝালো টুইট করে বুঝিয়ে দিতে চাইলেন, দুর্নীতিই যদি নীতীশের আপত্তির কারণ হয়, তা হলে তিনি বিজেপির হাতও ধরতেন না। কারণ বিজেপিও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেনি।

আরও পড়ুন: আমাকে ক্ষমা করবেন, জোট ভাঙার আগে লালুকে নীতীশের ফোন

শরদ যাদব যে নীতীশের পদক্ষেপে খুশি নন, সে জল্পনা পটনায় ছিলই। কিন্তু নীতীশ জোট ভেঙে ১৪ ঘণ্টার মধ্যে বিজেপির হাত ধরে নতুন সরকার গড়ার পর থেকে শরদ যাদব বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোথাও মুখ খোলেননি। লালু দাবি করেছিলেন, শরদ খুশি নন। শনিবার তিনি শরদকে ‘আমাদের নেতা’ বলে অভিহিত করেন এবং বিজেপি বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। তার পরের দিনই শরদ যাদব কেন্দ্রকে খোঁচা দিয়ে যে টুইট করলেন, তাতে পটনার রাজনৈতিক অলিন্দে ফের নতুন সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE