Advertisement
০২ মে ২০২৪
National News

‘দুর্নীতি বন্ধ করব? নাকি দেশটাকে বন্ধ করে দেব?’ ফের আক্রমণে মোদী

ফের বিরোধীদের কঠোর সমালোচনা নরেন্দ্র মোদীর মুখে। ফের বিরোধীদেরকে কালো টাকা আর দুর্নীতির সমর্থক হিসেবে দেখানোর চেষ্টায় প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের কুশীনগরের জনসভা থেকে নরেন্দ্র মোদীর প্রশ্ন, দুর্নীতি আর কালো টাকার পরম্পরা বন্ধ হওয়া উচিত, নাকি গোটা দেশে বন্‌ধ পালিত হওয়া উচিত?

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ১৮:৪৭
Share: Save:

ফের বিরোধীদের কঠোর সমালোচনা নরেন্দ্র মোদীর মুখে। ফের বিরোধীদেরকে কালো টাকা আর দুর্নীতির সমর্থক হিসেবে দেখানোর চেষ্টায় প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের কুশীনগরের জনসভা থেকে নরেন্দ্র মোদীর প্রশ্ন, দুর্নীতি আর কালো টাকার পরম্পরা বন্ধ হওয়া উচিত, নাকি গোটা দেশে বন্‌ধ পালিত হওয়া উচিত? বিরোধীরা দেশবাসীর মনে সংশয় তৈরি করতে চাইছেন বলেও এ দিন ‘মন কি বাত’ ভাষণে আগেই মন্তব্য করেছিলেন তিনি।

উত্তরপ্রদেশে বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে প্রতি সপ্তাহান্তেই সভা করতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই রবিবার উত্তরপ্রদেশের কুশীনগরে জনসভা ছিল বিজেপির। সেই জনসভা থেকেই এ দিন বিরোধীদের আক্রমণ করেন তিনি। নোট বাতিলের জেরে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে ২৮ নভেম্বর দেশ জুড়ে ‘আক্রোশ দিবস’ পালনের ডাক দিয়েছে বিরোধী দলগুলি। বামেরা আরও এক ধাপ এগিয়ে ওই দিন বন্‌ধ ডেকেছে। প্রধানমন্ত্রী এ দিন বামেদের ডাকা সেই বন্‌ধের কথা সরাসরি বলেননি। কিন্তু সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘‘আমাদের কী করা উচিত? দুর্নীতি বন্ধ করা উচিত? নাকি দেশটাকে বন্ধ করে দেওয়া উচিত?’’

উত্তরপ্রদেশের জনসভা থেকে এ দিন নরেন্দ্র মোদী দেশবাসীকে মুদ্রাবিহীন লেনদেনে অভ্যস্ত হওয়ার ডাকও দিয়েছেন। তাঁর যুক্তি, অনলাইন টিকিট কাটতে, এসএমএস করতে, হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাতে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে এখন সকলেই পারদর্শী। আধুনিক মোবাইল ব্যবহার করার বিষয়টি স্কুলে পড়া বা না পড়ার উপরে নির্ভর করে না বলে প্রধানমন্ত্রীর মত। তিনি বলেন, ‘‘আপনাদের ফোন থেকে কী ভাবে ব্যবসা চালানো যায়, কী ভাবে টাকা-পয়সার লেনদেন করা যায়, কোনও নগদ ব্যবহার না করেই, তা আপনারা খুব সহজেই শিখে নিতে পারেন।’’ প্রধানমন্ত্রীর কথায়, ‘‘প্রযুক্তি এত এগিয়ে গিয়েছে যে কাউকে আর ওয়ালেট নিয়ে ঘুরতে হয় না, শুধু ফোনটা সঙ্গে রাখলেই হয়। আপনার ফোনটাই এখন আপনার ব্যাঙ্ক শাখা হয়ে উঠেছে।’’

আরও পড়ুন: ‘অপপ্রচারে কান দেবেন না, আমরা পারবই’

তবে শুধু উত্তরপ্রদেশের জনসভাতেই কিন্তু নয়, তার আগে রবিবার সকালে রেডিওয় সম্প্রচারিত ‘মন কি বাত’ অনুষ্ঠানেও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখে খুলেছেন প্রধানমন্ত্রী। ওই ভাষণে প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন, নোট বাতিলের পর দেশবাসী একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে তাঁর দাবি, মাত্র ৫০ দিন এই কষ্ট সহ্য করতে হবে। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘৭০ বছরের পুরনো রোগ সারাতে একটু সময় লাগবে। তার জন্য দেশবাসীর সমর্থন প্রয়োজন।’’ দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা, অনেকেই নোট বাতিলের এই সিদ্ধান্ত নিয়ে জনমানসে একটা সংশয় তৈরি করার চক্রান্ত করছে। এর ফাঁদে পা দেবেন না। মোদীর হুঁশিয়ারি, যাঁরা ভাবছেন জনধন অ্যাকাউন্টে নিজেদের কালো টাকা ফেলে বেঁচে যাবেন, তাঁরা বাঁচতে পারবেন না। সরকার নজর রাখছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Attacks Opposition Currency Ban Issue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE