Advertisement
E-Paper

লাটাই আর ঘুড়ির সুতোয় বার্তা বন্ধুত্বেরই

এখন অবশ্য দু’দেশের সম্পর্কের সুতো কাটার ব্যাপার নেই। ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফরের মাঝপথে দু’দেশেরই বার্তা তেমনটাই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮ ০৪:১৪
সাহায্যের হাত: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুজরাতে গিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা। অমদাবাদে মোহনদাস কর্মচন্দ গাঁধীর সাবরমতী আশ্রমেও যান তাঁরা। ছবি: পিটিআই।

সাহায্যের হাত: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুজরাতে গিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা। অমদাবাদে মোহনদাস কর্মচন্দ গাঁধীর সাবরমতী আশ্রমেও যান তাঁরা। ছবি: পিটিআই।

বেঞ্জামিন নেতানিয়াহু আর তাঁর স্ত্রী সারাকে ঘুড়ি ওড়ানো শেখালেন নরেন্দ্র মোদী। অমদাবাদের আকাশে উড়তে থাকা ঘুড়ির সুতো বারবার হাতবদলও করলেন তিন জন। আর এই সময়েই সস্ত্রীক নেতানিয়াহুকে মোদী জানালেন আকাশে ঘুড়ির লড়াইয়ের কথাও। কী ভাবে অন্য সুতোর টানে ভোকাট্টা হয়ে যায় ঘুড়ি— শোনালেন সে কথাও।

এখন অবশ্য দু’দেশের সম্পর্কের সুতো কাটার ব্যাপার নেই। ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফরের মাঝপথে দু’দেশেরই বার্তা তেমনটাই। দিল্লি, আগরার পর্ব সেরে নেতানিয়াহু আজ সকালে পৌঁছেছেন মোদীর রাজ্যে। শি চিনফিং, শিনজো আবের মতো রাষ্ট্রনেতাদের পরে আজ তাঁকেও স্বাগত জানাল গুজরাত। প্রথমে রোড শো-এ দু’দেশের প্রধানমন্ত্রী। তার পরে সকলে পৌঁছন মোহনদাস কর্মচন্দ গাঁধীর স্মৃতিবিজড়িত সাবরমতী আশ্রমে। সেখানেই চলে ঘুড়ি ওড়ানোর পর্ব। বেঞ্জামিন ও সারা চরকা কাটেন, পাশে মোদী। তিন জনই যান গাঁধীর থাকার জায়গা, হৃদয়কুঞ্জে। আর আশ্রমে দাঁড়িয়েই গাঁধীকে ‘মানবতার শ্রেষ্ঠ অবতার’ হিসেবে তুলে ধরেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

সফরের শুরুর মুহূর্তে বিমানবন্দরে আলিঙ্গনের সময় থেকেই মোদী ও নেতানিয়াহু যে ভাবে ব্যক্তিগত বন্ধুত্বের বার্তা তুলে ধরতে চাইছেন, আজ সেই পর্ব এগিয়েছে একই ভাবে। অমদাবাদে ‘আই ক্রিয়েট সেন্টার’-এর এক অনুষ্ঠানে মোদী বলেন, ‘‘গত বছর ইজরায়েলে যাওয়ার পর থেকেই অপেক্ষা করছিলাম আমার বন্ধু নেতানিয়াহু কবে ভারতে আসবেন।’’ মোদী জানান, নেতানিয়াহু সস্ত্রীক গুজরাতে আসায় তিনি আপ্লুত। আর ইজরায়েলের প্রধানমন্ত্রী ভারতের যুব সম্প্রদায়কে ল্যাপটপ কাঁধে সে দেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। অনুষ্ঠানে নিজের বক্তৃতা শেষ করতে গিয়ে ‘জয় হিন্দ! জয় ভারত! জয় ইজরায়েল’ স্লোগান তোলেন নেতানিয়াহু। ভারতে তাঁকে স্বাগত জানানোর জন্য মোদীকে ধন্যবাদ দেন তিনি। আর এ দিনই নেতানিয়াহুকে উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম দাবি করেছে, ইজরায়েল থেকে স্পাইক ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র কেনার যে চুক্তি বাতিল করেছিল ভারত, ফের তা বহাল করতে চলেছে নয়াদিল্লি।

অমদাবাদের রোড শো যে ইজরায়েলকে আপ্লুত করেছে, সেখানকার সংবাদমাধ্যমের বক্তব্যেও তা ফুটে উঠছে। ‘দ্য জেরুসালেম পোস্ট’ এর সঙ্গে তুলনা টেনেছে গত বছর অস্ট্রেলিয়ায় নেতানিয়াহুর সফরের সঙ্গে। সে সময়ে সিডনিতে একটি স্কুলে যান ইজরায়েলের প্রধানমন্ত্রী। সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। পথে ইহুদি পড়ুয়ারা তাঁদের স্বাগত জানিয়েছিল। সংবাদপত্রটির মতে, আজ অমদাবাদে রোড শোয়ের ছবিটা সে দিনের থেকে একেবারেই আলাদা। কয়েকশো ইহুদি পড়ুয়া নয়, আট কিলোমিটার রাস্তায় দশ হাজার ভারতীয় নেচে গেয়ে তালি দিয়ে স্বাগত জানান ইজরায়েলের প্রধানমন্ত্রীকে।

‘দ্য জেরুসালেম পোস্ট’ লিখেছে, এই ধরনের সংবর্ধনা কোনও ইজরায়েলি নেতা কয়েক দশক ধরে কিংবা হয়তো কখনওই চোখে দেখেননি।

Benjamin Netanyahu Narendra Modi Kite Israel ইজরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু নরেন্দ্র মোদী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy