Advertisement
E-Paper

সার্জিক্যাল স্ট্রাইক এবং তার পর, এক নজরে

বুধবার রাত সাড়ে ১২টা। নিঃশব্দে নিয়ন্ত্রণরেখায় গিয়ে নামল ভারতীয় সেনার হেলিকপ্টার। প্যারাশুটে করে ভারতীয় সেনার একটি বিশেষ দলকে নামানো হল সেখানে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪০
—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

• বুধবার রাত সাড়ে ১২টা। নিঃশব্দে নিয়ন্ত্রণরেখায় গিয়ে নামল ভারতীয় সেনার হেলিকপ্টার।

• প্যারাশুটে করে ভারতীয় সেনার একটি বিশেষ দলকে নামানো হল সেখানে।

• পাক অধিকৃত কাশ্মীরের ভিতরে জঙ্গি ডেরার দিকে এগোল ভারতীয় সেনাবাহিনী।

• রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টে, টানা ৪ ঘণ্টা চলল জঙ্গি দমন অপারেশন। নিয়ন্ত্রণরেখার ওপারে দু’কিলোমিটার পর্যন্ত ঢুকে যায় সেনা।

• বৃহস্পতিবার সকাল হওয়ার আগেই অপারেশন সাকসেসফুল। গুড়িয়ে দেওয়া হল পাক জঙ্গিদের সাতটি ঘাঁটি। ৩৫ থেকে ৪০ জন জঙ্গি নিকেশের পর ফিরে এল ভারতীয় সেনা।

• সারা রাত এই অপারেশনের প্রতি নজর রাখছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।

• প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে কথা বলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি এবং মনমোহন সিংহকে।

• বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বিষয়টি নিয়ে দেখা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে।

• পাক ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও)-এর কাছে ফোন যায় ভারতীয় সেনার ডিজিএমও রণবীর সিংহের। ফোনে জানানো হয় নিয়ন্ত্রণ রেখায় সার্জিক্যাল স্ট্রাইকের কথা। জঙ্গি দমনে পাক সেনারও সাহায্য চান রণবীর।

• পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ বিস্তারিত রিপোর্ট দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে।

• দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে সার্জিকাল স্ট্রাইকের খবর দেন ভারতীয় সেনার ডিজিএমও। সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ।

• পাকিস্তানের পাল্টা দাবি করল, সার্জিক্যাল স্ট্রাইক নয়, সীমান্তে দু’পক্ষের সেনার গুলির লড়াই চলেছে।

• পাকিস্তানের তরফে জানানো হয়, এই হামলায় তাঁদের দুই সেনার মৃত্যু হয়েছে, জখম হয়েছেন বহু সেনা।

• পাক অধিকৃত সীমান্তে ঢুকে ভারতীয় সেনার অতর্কিতে হামলার তীব্র নিন্দা করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

• জানিয়ে দিলেন, কোনও ভাবেই জঙ্গিদের বরদাস্ত করা হবে না।

• বিকেল ৪টেয় সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

• দলগতভাবে এই অপারেশনকে সমর্থন জানাল বিজেপিও। জঙ্গি দমনে ভারতের সাফল্য উদ‌্‌যাপন করা হল দিল্লিতে বিজেপি পার্টি অফিসে।

• কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বললেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী এবং সেনাবাহিনীর হাতে দেশ নিরাপদ, সেই কারণে বিশ্বের নানা প্রান্তের মানুষ জঙ্গি বিরোধী পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। এ বার অন্তত পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাস বন্ধ করুক।’’

• সার্জিক্যাল স্ট্রাইকের খবর জানাজানি হওয়ার পরই পড়তে শুরু করে শেয়ার বাজার। সেনসেক্স ৫০০ পয়েন্ট নীচে নামে, নিফটি কমে যায় ১২০ পয়েন্ট।

• বৃহস্পতিবার দুপুর ২টো। পঞ্জাবে পাকিস্তান সীমান্ত বরাবর ১০ কিলোমিটার পর্যন্ত বহু গ্রাম খালি করে দেওয়া হল। বাড়তি বিএসএফ মোতায়েন করা হল সেখানে।

• খালি করে দেওয়া হল সীমান্ত লাগোয়া জম্মু-কাশ্মীরের বেশ কিছু গ্রাম। অনেক গ্রামে শুধু স্কুলবাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে।

• গুজরাত থেকে জম্মু পর্যন্তও হাই-অ্যালার্ট জারি করল ভারতীয় সেনা। সেনার সিনিয়র অফিসারের এলাকা পরিদর্শন করতে শুরু করেন।

• ওয়াঘা সীমান্তে ভারত-পাক সীমান্তরক্ষীদের সৌজন্য বিনিময় প্রথা বা বিটিং রিট্রিট অনুষ্ঠানে সাধারণ দর্শকদের প্রবেশ বন্ধ করা হল।

• সার্জিক্যাল স্ট্রাইকের প্রভূত প্রশংসা করলেন মাজদাক দিলসাদ বালোচ নামে এক বালোচ নেতা।

• এই অপারেশনে ভারতকে সমর্থন জানাল বাংলাদেশও।

• প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে বক্তব্য রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

আরও পড়ুন: সার্জিক্যাল স্ট্রাইক মানে ঠিক কী?

পাশে আছি, ফোন মার্কিন নিরাপত্তা উপদেষ্টার

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, বিধ্বস্ত জঙ্গিরা

surgical strike India's surgical strike on pak
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy