Advertisement
০৪ জুন ২০২৪
National News

‘কেন টোল ফি দেব?’ প্রশ্ন তুলে ভাঙচুর সাংসদের ছেলের

টোল ট্যাক্স চাওয়ায় টোল প্লাজায় ব্যাপক ভাঙচুর চালালেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) সাংসদ নিম্মালা ক্রিস্টাপ্পার ছেলে। মারধর করা হয় এক টোলকর্মীকেও। অন্ধ্রপ্রদেশ-কর্নাটক সীমানার বাগেপল্লি টোল প্লাজার ঘটনা।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে সেই দৃশ্য।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে সেই দৃশ্য।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ১৬:৫১
Share: Save:

টোল ট্যাক্স চাওয়ায় টোল প্লাজায় ব্যাপক ভাঙচুর চালালেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) সাংসদ নিম্মালা ক্রিস্টাপ্পার ছেলে। মারধর করা হয় এক টোলকর্মীকেও। অন্ধ্রপ্রদেশ-কর্নাটক সীমানার বাগেপল্লি টোল প্লাজার ঘটনা।

পুলিশ জানিয়েছে, ক্রিস্টাপ্পার ছেলে অম্বরীশ তাঁর কয়েক জন সঙ্গীকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। বেগাপল্লি টোলপ্লাজায় টোল ফি-র জন্য তাঁর গাড়ি আটকানো হয়। অভিযোগ, টোল ট্যাক্স হিসাবে ৮০ টাকা দিতে অস্বীকার করেন তিনি। উল্টে টোল কর্মীকে হুমকি দেন তিনি, এক জন সাসংদের গাড়ি আটকানোর সাহস হয় কী করে! উত্তরে এক টোল কর্মী জানান, সাধারণ নাগরিকদের মতো তাঁদেরও ট্যাক্স দিতে হবে। ব্যস! এতেই রেগে আগুন হয়ে যান সাসংদের ছেলে। গাড়ি থেকে তাঁর সাঙ্গপাঙ্গদের নিয়ে নেমে টোল কর্মীকে বেধড়ক মারেন। ভাঙচুর চালানো হয় টোলপ্লাজায়। গোটা ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। যদিও অম্বরীশ এই ঘটনায় তাঁর জড়িত থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, “সিসিটিভিতে যাঁকে দেখা যাচ্ছে, সেটা আমি নই। ঘটনার সময় টোলপ্লাজা থেকে অনেক দূরে ছিলাম।”

আরও পড়ুন: ১০১ বছর বয়সে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন ইনি!

টোল প্লাজায় টাকা চাওয়া নিয়ে অনেক নেতা-মন্ত্রীকেই দেখা গিয়েছে কখনও বচসায় জড়িয়ে পড়তে, কখনও টোল কর্মীদের হুমকি দিতে। মোদীর সরকার যখন গাড়িতে লাল বাতি নিষিদ্ধ করে ‘ভিআইপি কালচার’-এর রাশ টানতে চাইছেন, তখন নেতা-মন্ত্রীরা সেই ‘কালচার’-এর সুযোগের নিয়ে টোলপ্লাজায় ভাঙচুরের মতো কাণ্ড ঘটাচ্ছেন!

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: কার দখলে ‘দিল্লিবাড়ি’?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vandalism Bagepalli Toll Plaza TDP Leader
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE