Advertisement
১৬ মে ২০২৪
Delhi sewer

ম্যানহোলে নেমে মৃত্যু তিন শ্রমিকের

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এমন মর্মান্তিক ঘটনা কী ভাবে ঘটল তা খতিয়ে দেখছে প্রসাশন। কোনও বিষাক্ত গ্যাস থেকে এই ঘটনা ঘটেছে কি না তা-ও দেখা হচ্ছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ২০:০২
Share: Save:

পরিষ্কার করতে ম্যানহোলের ভিতরে নেমেছিলেন। নামতেই শ্বাসকষ্টের শুরু। সহকর্মীকে উদ্ধার করতে আরও দু’জন নেমে পড়েন। তাঁদেরও শ্বাসকষ্ট শুরু হয়। শেষে ম্যানহোলের মধ্যেই শ্বাস জনিত কষ্টে মৃত্যু হয় ওই তিন শ্রমিকের। রবিবার ঘটনাটি ঘটেছে দিল্লির লাজপত নগরে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এমন মর্মান্তিক ঘটনা কী ভাবে ঘটল তা খতিয়ে দেখছে প্রসাশন। কোনও বিষাক্ত গ্যাস থেকে এই ঘটনা ঘটেছে কি না তা-ও দেখা হচ্ছে।

আরও পড়ুন: বিজেপি সভাপতির ছেলের ‘কুকর্ম’ উধাও!

আরও পড়ুন: মোদীকে ২০ বছর ধরে রাখি পরাচ্ছেন এই পাক মহিলা

ঘটনার বিবরণ দিতে গিয়ে, বিষ্ণু মণ্ডল নামে এক রাজমিস্ত্রি ‘হিন্দুস্থান টাইমস’কে বলেন, ‘‘পাশেই এক জায়গায় কাজ করছিলাম। ম্যানহোলের কাছে চিৎকার শুনে ছুটে যাই। দেখি তার ভিতরে আটকে পড়েছেন এক শ্রমিক। তাঁকে উদ্ধার করতে ম্যানহোলের ভিতর নামেন আরও দু’জন। চোখের সামনেই গোটাটা দেখলাম।’’ পুলিশ জানিয়েছে, ওই তিন জনের সঙ্গে দড়ি বা অক্সিজেন মাস্ক— কিছুই ছিল না। বিষ্ণুবাবু আরও জানান, সহকর্মীদের বাঁচাতে ম্যানহলের ভিতর নামার চেষ্টা করেছিলেন আরও এক শ্রমিক। কিন্তু, স্থানীয়রা তাঁকে নামতে দেননি। পরে পুলিশ ও পুরসভার কর্মীরা এসে ওই তিন জনের দেহ উদ্ধার করে। ওই শ্রমিকেরা যে ঠিকাদার সংস্থায় কাজ করতেন, তাঁর মালিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও তিনি ঘটনার পর থেকে পলাতক বলেই জানিয়েছে পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Accident Delhi Delhi Police Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE