Advertisement
E-Paper

জিএসটি: নাজেহাল মোদী

জিএসটি নিয়ে সরকারের হিমশিম অবস্থার মধ্যেই ৩০ জুন মধ্যরাতের অনুষ্ঠানে সামিল না হওয়া নিয়েও বিরোধীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের মতে, জিএসটি নিয়ে ব্যবসায়ীদের হাহাকার অবস্থা। ১ জুলাই থেকেই ক্ষোভ ফেটে পড়বে দেশের নানা প্রান্তে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ০৫:০০

হাতে মাত্র চার দিন। ১ জুলাই থেকে জিএসটি চালু হলে গোটা দেশে ক্ষোভ যে ছড়াবে, তা জানে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু জিএসটি চালুর আগেই ঘরে-বাইরের ক্ষোভ সামাল দিতে হচ্ছে বিজেপিকে।

সব রাজ্য জিএসটি পাশ করালেও এখনও পর্যন্ত শরিক পিডিপিই তা করেনি জম্মু-কাশ্মীরে। আর ৩০ জুন মধ্যরাতে সংসদে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার, তা-ও ‘বয়কট’ করার কথা ভাবছে বিরোধী দলগুলি।

পিডিপি নেত্রী ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে বোঝাতে আগে থেকেই চেষ্টা করছে সরকার। জিএসটি পরিষদের বৈঠকও শ্রীনগরে হয়েছিল। তাতেও সাড়া না পেয়ে আজ শেষ মুহূর্তে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আর এক দফা চিঠি লিখেছেন মেহবুবাকে। পরশু, বুধবার বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দের সঙ্গে মেহবুবার বাড়িতে পাঠানো হচ্ছে মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুকেও। সঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ ও বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবও থাকবেন।

জিএসটি নিয়ে সরকারের হিমশিম অবস্থার মধ্যেই ৩০ জুন মধ্যরাতের অনুষ্ঠানে সামিল না হওয়া নিয়েও বিরোধীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের মতে, জিএসটি নিয়ে ব্যবসায়ীদের হাহাকার অবস্থা। ১ জুলাই থেকেই ক্ষোভ ফেটে পড়বে দেশের নানা প্রান্তে।

এই অবস্থায় সংসদে রাতের অনুষ্ঠানে সব দলকে একজোট করে সরকার আসলে বিরোধীদের ফাঁদে ফেলতে চাইছে। যাতে পরে তারা বলতে পারে, জিএসটিতে সবার সায় রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকেও ৩০ জুনের অনুষ্ঠানের মঞ্চে রাখতে চাইছে সরকার। কিন্তু তাঁকে বলতে দেওয়া হবে না।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘জিএসটির অনুষ্ঠান বয়কট করা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। বয়কট করা হবে, বলছি না। করা হবে না, তা-ও বলছি না। সনিয়া গাঁধী, মনমোহন সিংহ, পি চিদম্বরম মিলে সিদ্ধান্ত নেবেন।’’

তবে সনিয়া গাঁধীর দল এখনও বয়কট নিয়ে দ্বিধায় রয়েছে, কারণ জিএসটি পরিষদের বৈঠকে সকলের সম্মতিতেই এর রূপরেখা তৈরি হয়েছে। আর কংগ্রেসের উদ্যোগেই জিএসটি শুরু হয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতিও সে দিনের অনুষ্ঠানে থাকছেন। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান, অনুষ্ঠান বয়কট করা হচ্ছে না।

GST GST Roll out Opposition Parties BJP Narendra Modi নরেন্দ্র মোদী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy