Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

বারাণসীতে চাঁদের হাট! প্রচারে মোদী, রাহুল, অখিলেশ, মায়াবতী

উত্তরপ্রদেশে ষষ্ঠ দফায় ভোটগ্রহণের দিনই বারাণসীতে ভোট প্রচারে নরেন্দ্র মোদী। সেখানে রোড শো করেছেন প্পধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেনারস হিন্দু বিশ্ববিদ্যায়ের গেটে মদনমোহন মালব্যের মূর্তিতে মালা দেন মোদী।

ভোটপ্রচারে নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

ভোটপ্রচারে নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ১৩:১৫
Share: Save:

উত্তরপ্রদেশে ষষ্ঠ দফায় ভোটগ্রহণের দিনই বারাণসীতে ভোট প্রচারে গেলেন নরেন্দ্র মোদী। শনিবার সেখানে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পথে পড়েছে কাশী বিশ্বনাথ মন্দির ও কালভৈরব মন্দির। বেনারস হিন্দু বিশ্ববিদ্যায়ের গেটে মদনমোহন মালব্যের মূর্তিতে মাল্যদান করেন মোদী। এর পরেই বেলা ১১টা নাগাদ শুরু হয় রোড শো। নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয় গোটা শহর। এ দিন বারাণসীতে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব ও কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধী। গিয়েছিলেন বহুজন সমাজ পার্টি নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীও।

রোড শোয়ের মাঝে কাশী বিশ্বনাথ এবং কালভৈরব মন্দিরে পুজো দেন বারাণসীর সাংসদ মোদী। বারাণসীর রবিদাস গেট, আসি, মাদানি, গোদাউলিয়া ও বাসফটক এলাকা ঘুরে মোদী পৌঁছন কাশী বিশ্বনাথ মন্দিরে। এর পর জনসভা করেন জৌনপুরে। সন্ধে সাড়ে ৭টা নাগাদ বারাণসীর টাউন হলে জনসভা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর পর জনসভা কাশী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।

আরও পড়ুন: গঙ্গাপারে অবতীর্ণ হবেন দ্বিতীয় ‘গঙ্গাপুত্র’, বারাণসী জুড়ে তাই সাজ সাজ রব!

‘হর হর মোদী ঘর ঘর মোদী’র স্লোগান ব্যবহার করতে একদম নিষেধ করে দিয়েছেন দলীয় নেতৃত্ব। কিন্তু গোটা এলাকা এই স্লোগানেই মুখরিত হয়ে উঠেছে। উত্তরপ্রদেশ নির্বাচনের শেষ পর্বে বারাণসীর আটটি বিধানসভা কেন্দ্রে প্রচার করতে প্রধানমন্ত্রী তিন দিনের জন্য ঘাঁটি গেড়েছেন গঙ্গাতীরের শহরটিতে। সঙ্গে এক ডজন কেন্দ্রীয় মন্ত্রী। লন্ডন থেকে ফিরেই পৌঁছে গিয়েছিলেন অরুণ জেটলি। মোদী এখানে থাকবেন প্রচারের শেষ দিন, অর্থাৎ ৬ তারিখ পর্যন্ত।

এরই পাশাপাশি, এ দিনই বারাণসীতেই যৌথ রোড শো করবেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। এ দিনই বারাণসীর কাছারি থেকে দীর্ঘ ১০ কিলোমিটার রোড শো করবেন রাহুল-অখিলেশ। রোড শো শেষ হবে গোধুলিয়া এলাকায়। বিএসপি নেত্রী মায়াবতীও সভা করবেন বারাণসীতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE