Advertisement
E-Paper

পুলিশি ‘হামলা’র একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায়, উত্তাল চেন্নাই

জাল্লিকাট্টু বিক্ষোভের ছবিতে নতুন মোড় এবং ঘোর অস্বস্তিতে তামিলনাড়ু সরকার তথা শাসক এআইএডিএমকে। বিক্ষোভকারীদের উপরে শুধু নয়, নিরীহ মানুষের উপরেও চেন্নাই পুলিশের অমানবিক ‘হামলা’র একের পর এক ছবি ও ভিডিও ভেসে উঠছে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৭ ১৭:৫৩
জাল্লিকাট্টু সমর্থকদের বিরুদ্ধে পুলিশি অভিযান চেন্নাইতে। ছবি: এএফপি।

জাল্লিকাট্টু সমর্থকদের বিরুদ্ধে পুলিশি অভিযান চেন্নাইতে। ছবি: এএফপি।

জাল্লিকাট্টু বিক্ষোভের ছবিতে নতুন মোড় এবং ঘোর অস্বস্তিতে তামিলনাড়ু সরকার তথা শাসক এআইএডিএমকে। বিক্ষোভকারীদের উপরে শুধু নয়, নিরীহ মানুষের উপরেও চেন্নাই পুলিশের অমানবিক ‘হামলা’র একের পর এক ছবি ও ভিডিও ভেসে উঠছে সোশ্যাল মিডিয়ায়। আর সরকারের সমালোচনার ঝড় বইছে তামিলনাড়ু জুড়ে। এই ভিডিওগুলিকে অবশ্য ‘ভুয়ো’ আখ্যা দিয়েছে শাসক দল এআইএডিএমকে। এগুলি বিরোধী দল ডিএমকের চক্রান্ত, দাবি সরকারের।

সোশ্যাল মিডিয়ায় যে সব ভিডিও ছড়িয়ে পড়ছে, তার মধ্যে একটিতে দেখা গিয়েছে, এক মহিলা দরজায় দাঁড়িয়ে রয়েছেন এবং এক পুলিশকর্মী দৌড়ে গিয়ে তাঁকে লাঠি দিয়ে মারছেন। এর পর আরও এক পুলিশকর্মী ছুটে যাচ্ছেন এবং তিনিও ওই মহিলাকে মারছেন। এর পর তৃতীয় পুলিশকর্মীও লাঠি নিয়ে ছুটে যাচ্ছেন তাঁর দিকে, তবে আক্রান্ত মহিলা দৌড়ে ভিতরে ঢুকে পড়ছেন, ফলে তৃতীয় জনের মারের হাত থেকে বেঁচে যাচ্ছেন। নিজের দরজায় দাঁড়িয়ে থাকা এক নিরীহ মহিলার উপর পুলিশের এই আক্রমণের ছবির প্রবল নিন্দা শুরু হয়েছে গোটা তামিলনাড়ুতে।

এর আগেই কমল হাসন, অরবিন্দ স্বামীর মতো জনপ্রিয় অভিনেতারাও পুলিশি ‘অত্যাচার’-এর অভিযোগ তুলে ভিডিও টুইট করেছিলেন। তাতে দেখা গিয়েছে, এক মহিলা পুলিশ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অটো-রিক্সায় আগুন ধরিয়ে দিচ্ছেন। আর একটি ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন পুলিশকর্মী মিলে সার দিয়ে দাঁড়িয়ে থাকা অটোরিক্সায় আগুন লাগাচ্ছেন। বাইক ভাঙচুর করতেও দেখা গিয়েছে পুলিশকে।

দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও:

! সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলি ছড়াতে থাকায় চেন্নাই পুলিশের প্রবল নিন্দা শুরু হয়েছে বিভিন্ন মহলে। পুলিশই হিংসাত্মক ঘটনা তৈরি করে বিক্ষোভকারীদের বদনাম করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। কমল হাসনের টুইট ‘‘আমি আশা করব এই ভিডিওতে যে পুলিশদের দেখা যাচ্ছে তাঁরা অভিনেতা আসল পুলিশ নন।’’

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলি ছড়াতে থাকায় চেন্নাই পুলিশের প্রবল নিন্দা শুরু হয়েছে বিভিন্ন মহলে। পুলিশই হিংসাত্মক ঘটনা তৈরি করে বিক্ষোভকারীদের বদনাম করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। কমল হাসনের টুইট ‘‘আমি আশা করব এই ভিডিওতে যে পুলিশদের দেখা যাচ্ছে তাঁরা অভিনেতা আসল পুলিশ নন।’’

!

আরও পড়ুন: ষাঁড়ের জন্য উত্তাল তামিলনাড়ু, হিংসার আবহেই পাশ হল আইন

পুলিশের বিরুদ্ধে সব মহলের এই প্রবল ক্ষোভ যে আসলে সরকারের বিরুদ্ধেই যাচ্ছে, তা শাসক দল এআইএডিএমকে ভালই বুঝতে পারছে। তাই পুলিশি বর্বরতার অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিচ্ছে সরকার তথা শাসক দল। যে সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, সেগুলি ‘ভুয়ো’ বলে এআইএডিএমকে দাবি করেছে। বিরোধী দল ডিএমকে ভুয়ো ভিডিও তৈরি করে সরকারের সুনাম নষ্ট করতে চাইছে বলে শাসক দলের দাবি।

Tamil Nadu Chennai Police Jallikattu Police Atrocities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy