Advertisement
E-Paper

চোখ রাঙালে উপড়েই নেব, হুমকি বিজেপি নেত্রীর

কেরলের বামপন্থীদের উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আজ এই ভাষাতেই হুমকি দিয়েছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদিকা সরোজ পাণ্ডে। আর শুধু কেরলই নয়, সরোজ হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের শাসক দলকেও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ০৩:২৭
সরোজ পাণ্ডে। ছবি: পিটিআই।

সরোজ পাণ্ডে। ছবি: পিটিআই।

বারবার চোখ রাঙাতে থাকলে ঘরের ভিতরে ঢুকে ওদের চোখই উপড়ে নেব।

কেরলের বামপন্থীদের উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আজ এই ভাষাতেই হুমকি দিয়েছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদিকা সরোজ পাণ্ডে। আর শুধু কেরলই নয়, সরোজ হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের শাসক দলকেও।

কেরলে সঙ্ঘ ও সিপিএমের সংঘাত এই মুহূর্তে চরম পর্যায়ে। বিজেপি সভাপতি অমিত শাহ এ নিয়ে শাসক দল সিপিএমের বিরুদ্ধে ‘জনরক্ষা যাত্রা’ শুরু করেছেন। বিজেপি তথা সঙ্ঘের অভিযোগ, কেরলে সিপিএম ক্যাডারদের হাতে তাদের অন্তত তিনশো কর্মী প্রাণ হারিয়েছেন। সেই ক্ষোভই সোমবার উগরে দিয়েছেন সরোজ। তবে কেরলের মাটিতে দাঁড়িয়ে নয়, ছত্তীসগঢ় থেকে হুমকি দিয়েছেন বিজেপি নেত্রী। আর সেই হুমকির ভাষা নিয়ে জাতীয় স্তরেও আলোড়ন সৃষ্টি হয়েছে।

কারণ, ছত্তীসগঢ়ের বিজেপি নেত্রী সরোজ জাতীয় রাজনীতিতেও অপরিচিত মুখ নন। এর আগে দুর্গ থেকে লোকসভায় জিতেছিলেন। ছত্তীসগঢ়ের বিধায়কও ছিলেন তিনি। এ ছাড়া, টানা দশ বছর দুর্গের মেয়রও ছিলেন তিনি। এমনকী সরোজ একই সময়ে এমপি, এমএলএ ও মেয়রের পদে বসে বিশ্ব রেকর্ডও গড়েছিলেন। তার পরেই তাঁকে জাতীয় রাজনীতিতে আনা হয়। সরোজকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন অমিত শাহ। তাই বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রীর মন্তব্যের প্রতিক্রিয়াও এসেছে বিরাট ভাবে।

আরও পড়ুন:কলঙ্ক-চিহ্ন তাজ! বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক

ঠিক কী বলেছেন সরোজ?

নিজের রাজ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে কেরলে দলের পদযাত্রার কথা তুলে ধরেন সরোজ পাণ্ডে। সাংবাদিকদের বলেন, ‘‘আমাদের সভাপতি যে পদযাত্রা শুরু করেছেন, তা এটা বোঝানোর জন্য যে ভবিষ্যতে আমাদের কর্মীদের যদি বারবার চোখ রাঙানো হয়, তা হলে নিশ্চিত ভাবে আমরা ঘরে ঢুকে ওদের চোখই উপড়ে নেব।’’ নেত্রীর দাবি, ১১ কোটি সদস্যের বিজেপি এখন বিশ্বের সব থেকে বড় দল। আর কেন্দ্রের শাসক দল চাইলে কেরলের সরকারকেও বরখাস্ত করতে পারে। কেরলের সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দলকেও হুঁশিয়ারি দেন বিজেপি নেত্রী। বলেন, ‘‘বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী। কেরল কিংবা পশ্চিমবঙ্গ— সরকার যেখানকারই হোক, গণতন্ত্রের পথেই চলতে হবে তাদের। কোনও রকম খারাপ মনোভাব নিয়ে নয়।’’

যে ভাষায় সরোজ হুমকি দিয়েছেন, স্বাভাবিক ভাবেই তার সমালোচনায় নেমেছে সিপিএম ও কংগ্রেস। সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রতিক্রিয়া, ‘‘অবাক হচ্ছি না। কারণ হিংসার রাজনীতি আর অভদ্র ভাষার ব্যবহার ওঁদের পুরনো অভ্যাস। কেরলের উপনির্বাচনে মানুষ জবাব দিয়েছে। এ বার গোটা দেশ থেকেই জবাব পাবে বিজেপি।’’ একই সুরে ছত্তীসগঢ়ের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেল বলেন, ‘‘সরোজের মন্তব্য তাঁর দলের মানসিকতাকেই তুলে ধরেছে।’’

তবে বিজেপির মনোহর পর্রীকরের মতো নেতা অবশ্য কেরলের হিংসার দায় পুরোপুরি ভাবে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের উপরেই চাপিয়ে দিয়েছেন। তাঁর দলের নেত্রী যখন চোখ উপড়ানোর হুমকি দিচ্ছেন, তখন পর্রীকরের মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চান। আর মুখ্যমন্ত্রী বিজয়ন শুধু ভয়ের পরিবেশই সৃষ্টি করে চলেছেন।’’

Saroj Pandey BJP CPM Kerala TMC সরোজ পাণ্ডে
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy