বর্ষবরণের রাতে যৌন হেনস্থার খবরে সরগরম হয়ে উঠেছিল বেঙ্গালুরু। তারপর এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের বেঙ্গালুরু একই কারণে শিরোনামে। শুক্রবার ভোরে উত্তর বেঙ্গালুরুর কে জি হালি এলাকায় হেনস্থার শিকার হলেন বোরখা পরিহিতা এক মহিলা।
অভিযোগ, এ দিন সকালে কাজে যাওয়ার পথে এক দুষ্কৃতী তাঁর পিছু নেয়। হাত ধরে তাঁর মাটিতে ফেলে দিলে চিত্কার করতে থাকেন মহিলা। তাঁর চিত্কার শুনে রাস্তার কুকুর ডেকে উঠলে বেরিয়ে আসেন আশপাশের বাড়ির বাসিন্দারা। পালিয়ে যায় দুষ্কৃতী। তাঁরাই আক্রান্ত মহিলাকে ভর্তি করেন আম্বেডকর হাসপাতালে। গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
মহিলার হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। জিভে কাম়ড়ের দাগও রয়েছে। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে খোঁজ শুরু হয়েছে দুষ্কৃতীর।
এর আগে বর্ষ বরণের রাতে শহরের সবচেয়ে বড় বাণিজ্যিক এলাকায় ৪৫টি ক্যামেরায় ধরা পড়েছিল হেনস্থা ও মহিলাদের সাহায্যের জন্য আকুতির ছবি। ওই রাতেই রাস্তায় এক মহিলাকে হেনস্থা করে দুই স্কুটার আরোহী। সেই ঘটনাও ধরা পড়েছিল পূর্ব বেঙ্গালুরুর রাস্তার সিকিউরিটি ক্যামেরায়।
এই দুই ঘটনার পর থেকেই ঘোর সমালোচনার মুখে বেঙ্গালুরু পুলিশ। তার মধ্যেই ফের এই হেনস্থার অভিযোগে ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা।
আরও পড়ুন: ‘মোদী কালিদাস’, আডবাণী, রাজনাথ বা জেটলির সরকার চান মমতা