Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দেশ থেকে তাড়িয়ে ছাড়ব, ইয়েচুরিকে ফোনে হুমকি

দিল্লিতে রবিবার বিকেলে সিমিএমের কেন্দ্রীয় দফতর একে গোপালন ভবনে হামলা হয়েছিল। দলীয় দফতরে সাইনবোর্ডের বিকৃতি ঘটানোর পাশাপাশি ছোড়া হয়েছিল ইট-পাথরও। তার কয়েক ঘণ্টার মধ্যেই ওই দফতরে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে হুমকি ফোন এসেছে বলে অভিযোগ উঠল। সিপিএমের তরফে অভিযোগ পেয়ে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪৩
Share: Save:

দিল্লিতে রবিবার বিকেলে সিমিএমের কেন্দ্রীয় দফতর একে গোপালন ভবনে হামলা হয়েছিল। দলীয় দফতরে সাইনবোর্ডের বিকৃতি ঘটানোর পাশাপাশি ছোড়া হয়েছিল ইট-পাথরও। তার কয়েক ঘণ্টার মধ্যেই ওই দফতরে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে হুমকি ফোন এসেছে বলে অভিযোগ উঠল। সিপিএমের তরফে অভিযোগ পেয়ে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

সিমিএম সূত্রের খবর, রবিবার রাত সাড়ে ১০টার পর থেকে এ কে জি ভবনের ল্যান্ডলাইনে দফায় দফায় ফোন আসে। অশ্রাব্য গালিগালাজ-সহ হুমকি দেওয়া হয়। বলা হয়, ‘ইয়েচুরি যা করছেন, ঠিক করছেন না। দেশবিরোধী কার্যকলাপে মদত দিচ্ছেন। ওঁকে এই দেশ ছেড়ে যেতে হবে।’ যিনি ফোন করছিলেন, সেই ব্যাক্তি নিজেকে ‘আম আদমি বলবীর সেনা’র কর্মী বলে পরিচয় দেন। বার বার এমন ফোন আসছে দেখে এ কে জি ভবনের এক কর্মী বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানান। তার পরে দলের তরফে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

এ ব্যাপারে ইয়েচুরির বক্তব্য, ‘‘প্রথমে দলের অফিসে হামলা হল। আমাদের দফতরে যখন তখন যে কেউ আসতে পারে, সেই দফতরের সামনেই পুলিশ পাহারা বসানো হল। এর পরে এই ধরনের ফোন। তবে, এ সব করে আমাদারে কণ্ঠরোধ করা যাবে না।’’ তাঁর প্রশ্ন, ‘‘আজকে আমরা আক্রমণের শিকার, কাল কার পালা কে জানে?’’

গত সপ্তাহে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র কানহাইয়া কুমারকে দেশদ্রোহীতার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনায় প্রতিবাদী ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন ইয়েচুরি। দলের একটা অংশের মতে, সেই কারণেই এই হুমকি দেওয়া হয়েছে তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE