Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মহাকাশে আস্ত একটি ‘তারা’ তৈরি করে ভাসিয়ে দিল মানুষ!

মানুষের শিল্প সৃষ্টির শুরু গুহাচিত্র দিয়ে। এ বার মহাকাশে আস্ত একটি ‘তারা’ তৈরি করে ভাসিয়ে দিল মানুষ! যার জন্মের সঙ্গে মিশে রয়েছে মানুষের হাসি। এর নামও তাই ‘হাসি-তারা’ (লাফ-স্টার)। পৃথিবীর বাইরে তৈরি মানুষের প্রথম শিল্পকীর্তি! মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ জানাচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এ যন্ত্রাংশ ও সরঞ্জাম তৈরির জন্য থ্রি-ডি প্রিন্টার রয়েছে।

মহাকাশে মানুষের প্রথম শিল্পসৃষ্টি। ছবি নাসার সৌজন্যে।

মহাকাশে মানুষের প্রথম শিল্পসৃষ্টি। ছবি নাসার সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০৪:৪২
Share: Save:

মানুষের শিল্প সৃষ্টির শুরু গুহাচিত্র দিয়ে। এ বার মহাকাশে আস্ত একটি ‘তারা’ তৈরি করে ভাসিয়ে দিল মানুষ! যার জন্মের সঙ্গে মিশে রয়েছে মানুষের হাসি। এর নামও তাই ‘হাসি-তারা’ (লাফ-স্টার)। পৃথিবীর বাইরে তৈরি মানুষের প্রথম শিল্পকীর্তি! মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ জানাচ্ছে, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এ যন্ত্রাংশ ও সরঞ্জাম তৈরির জন্য থ্রি-ডি প্রিন্টার রয়েছে। যা দিয়ে কোনও বস্তুর ত্রিমাত্রিক প্রতিকৃতি তৈরি করা যায়। কাজটা শুরু হয়েছিল মানুষের হাসি রেকর্ড করার একটি মোবাইল অ্যাপের মাধ্যমে। প্রত্যেকের হাসির শব্দতরঙ্গের অনুকরণে থ্রি-ডি প্রিন্টারে তৈরি হয় এক-একটি বলয় বা প্যাটার্ন। প্রায় এক লক্ষ মানুষের হাসি থেকে বেছে নেওয়া হয়েছিল নটিয়া জেন স্ট্যানকো নামে এক মার্কিন নাগরিকের হাসি। তা দিয়ে আইএসএসে তৈরি করা বলয় এখন মহাকাশে ভাসছে, হাসি-তারা হয়ে। এর ভাবনাটি ইজরায়েলি শিল্পী ইয়াল গেভারের। নাসা সূত্রের খবর, ভবিষ্যতে আরও কয়েক জন বিখ্যাত শিল্পীর সৃষ্টি ঠাঁই পাবে মহাকাশের গ্যালারিতে।

আরও পড়ুন:

কর দিক কাজ-খেকো রোবট, চান বিল গেটস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Laugh Star Space Art Work
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE