সূর্য কেমন? আপনি জবাকুসুমশঙ্কাসং যে আগুনের গোলাকে দেখেন, খুব কাছ থেকে, প্রায় অনুবীক্ষণের তলায় কেমন দেখতে লাগে তাকে? ভাবছেন অসম্ভব। কিন্তু সেই কাজই করল নাসা। কার্যত পরমাণুর স্তর থেকে এ জগতের আলো আর তাপের সবচেয়ে বড় উৎসকে দেখাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি করা এই ভিডিওটি। এটি তৈরি করেছে নাসার ‘সোলার ডাইনামিক্স অবজারভেটরি’। পর্যবেক্ষণাগারের কর্মীরা প্রতি ১০ সেকেন্ডে অতিবেগুনী আলোয় সূর্যের ছবি তুলেছে। সাধারণ হাইডেফিনেশন ভিডিও থেকে প্রায় আট গুণ উন্নতমানের এই ছবি। মাত্র এক মিনিটের ফুটেজ তৈরি করতে নাসার কর্মীদের টানা ১০ ঘণ্টা কাজ করতে হয়েছে।