সদ্য মুক্তি পেল ইমতিয়াজ আলির নতুন ছবি ‘তামাশা’-র ট্রেলার। ছবির গল্পে কী করছেন দীপিকা পাড়ুকোন আর রণবীর কপূর? সে ভাবে দেখলে ‘তামাশা’ ছবির গল্পে নতুন কিছু নেই। সেই ‘বয় মিটস্ গার্ল’ গোছের গল্প। তফাতের মধ্যে তুখোড় বিদেশি লোকেশনে! ফ্রান্সের প্রত্যন্ত নিসর্গে হট অ্যান্ড হ্যাপেনিং বেদের সঙ্গে দেখা হয় উচ্ছ্বল মোনা ডার্লিংয়ের! বেদের মোনাকে যে ভাল লেগে যায়, তাতে আর নতুন কী! এবং মোনারও যে বেদকে মনে ধরে, সেটাও এমন কিছু আশ্চর্য নয়! তার পর তারা জুটি বেঁধে পাড়ি দেয় কর্সিকায়। ধীরে ধীরে একে অপরকে একটু একটু করে জানতে থাকে, চিনতে থাকে। তার পরেই প্রেম। সেই প্রেম-পর্বের কয়েক ঝলক এই গ্যালারিতে।