বোমান ইরানি: বয়স ৫৫। বলিউড ডেবিউ ৪৪ বছর বয়সে রাজু হিরানির ‘মুন্নাভাই এমবিবিএস’-এ। তাঁর এর পরের জার্নিটা সকলেরই জানা। কিন্তু তার আগে বোমান ইরানি কী ছিলেন? কেরিয়ার শুরু করেছিলেন ওয়েটার হিসাবে। দীর্ঘদিন এই পেশাতেই ছিলেন তিনি। তারপর ফোটোগ্রাফার হন। সেখান থেকে থিয়েটারে অভিনয় করতে শুরু করেন। থিয়েটারে অভিনয় করতে করতেই বলিউডে আসা।