Advertisement
১৩ জানুয়ারি ২০২৬
Entertainment News

দেখুন, বাসবদত্তার বিয়ের অ্যালবাম

রাজ-শুভশ্রীর এনগেজমেন্টের হইচইয়ের মাঝেই গত মঙ্গলবার প্রায় চুপিসাড়ে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। পাত্র অনির্বাণ বিশ্বাস। পেশায় সাংবাদিক। শ্বশুরবাড়িতে এখন বাসবদত্তাই সকলের মধ্যমণি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৮ ১৬:৩৮
Share: Save:
০১ ০৮
রাজ-শুভশ্রীর এনগেজমেন্টের হইচইয়ের মাঝেই গত মঙ্গলবার প্রায় চুপিসাড়ে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। পাত্র অনির্বাণ বিশ্বাস। পেশায় সাংবাদিক। শ্বশুরবাড়িতে এখন বাসবদত্তাই সকলের মধ্যমণি।

রাজ-শুভশ্রীর এনগেজমেন্টের হইচইয়ের মাঝেই গত মঙ্গলবার প্রায় চুপিসাড়ে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। পাত্র অনির্বাণ বিশ্বাস। পেশায় সাংবাদিক। শ্বশুরবাড়িতে এখন বাসবদত্তাই সকলের মধ্যমণি।

০২ ০৮
অনির্বাণের সঙ্গে আলাপ হল কী ভাবে? বাসবদত্তা বললেন, ‘‘এক কমন ফ্রেন্ডের মাধ্যমে অনির্বাণের সঙ্গে পরিচয় হয়েছিল। কয়েক বছর যোগাযোগের পরে গত নভেম্বর মাসে বিয়েটা ঠিক হয়।’’

অনির্বাণের সঙ্গে আলাপ হল কী ভাবে? বাসবদত্তা বললেন, ‘‘এক কমন ফ্রেন্ডের মাধ্যমে অনির্বাণের সঙ্গে পরিচয় হয়েছিল। কয়েক বছর যোগাযোগের পরে গত নভেম্বর মাসে বিয়েটা ঠিক হয়।’’

০৩ ০৮
বিয়ের পর আপাতত ফুলবাগানের শ্বশুরবাড়িতে রয়েছেন অভিনেত্রী। যদিও তাঁর আসল শ্বশুরবাড়ি বসিরহাট। আগামী মঙ্গলবার অষ্টমঙ্গলায় যাবেন ‘আসা যাওয়ার মাঝে’-র নায়িকা।

বিয়ের পর আপাতত ফুলবাগানের শ্বশুরবাড়িতে রয়েছেন অভিনেত্রী। যদিও তাঁর আসল শ্বশুরবাড়ি বসিরহাট। আগামী মঙ্গলবার অষ্টমঙ্গলায় যাবেন ‘আসা যাওয়ার মাঝে’-র নায়িকা।

০৪ ০৮
হনিমুনে কবে যাচ্ছেন? বাসবদত্তা বললেন, ‘‘এখনও ঠিক হয়নি। বিশ্বাস করুন। আসলে দুটো ছবি ‘তখন কুয়াশা ছিল’ এবং ‘মিছিল’-এর ডাবিংয়ের কাজ বাকি। সেটা শেষ হলে তার পর প্ল্যান করব।’’

হনিমুনে কবে যাচ্ছেন? বাসবদত্তা বললেন, ‘‘এখনও ঠিক হয়নি। বিশ্বাস করুন। আসলে দুটো ছবি ‘তখন কুয়াশা ছিল’ এবং ‘মিছিল’-এর ডাবিংয়ের কাজ বাকি। সেটা শেষ হলে তার পর প্ল্যান করব।’’

০৫ ০৮
রিসেপশনের দিন একটু অন্যরকম ভাবে সেজেছিলেন বাসবদত্তা। তাঁর মুখে এখন শুধুই শ্বশুরবাড়ির কথা। ‘‘এখানে আসার পর থেকে মনে হচ্ছে, আমিই প্রধান অতিথি। গ্লাসের জলটাও অন্যরা এগিয়ে দিচ্ছে’’ হেসে বললেন নায়িকা।

রিসেপশনের দিন একটু অন্যরকম ভাবে সেজেছিলেন বাসবদত্তা। তাঁর মুখে এখন শুধুই শ্বশুরবাড়ির কথা। ‘‘এখানে আসার পর থেকে মনে হচ্ছে, আমিই প্রধান অতিথি। গ্লাসের জলটাও অন্যরা এগিয়ে দিচ্ছে’’ হেসে বললেন নায়িকা।

০৬ ০৮
বেশ কয়েক বছর বন্ধুত্বের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।

বেশ কয়েক বছর বন্ধুত্বের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।

০৭ ০৮
চলতি বছরেই মুক্তির অপেক্ষায় রয়েছে বাসবদত্তার দু’টো ছবি ‘আদর’ এবং ‘শ্রাবণের ধারার মতো’। আপাতত বিয়ের অনুষ্ঠান শেষ। এ বার দ্রুত কাজে ফিরবেন তিনি।

চলতি বছরেই মুক্তির অপেক্ষায় রয়েছে বাসবদত্তার দু’টো ছবি ‘আদর’ এবং ‘শ্রাবণের ধারার মতো’। আপাতত বিয়ের অনুষ্ঠান শেষ। এ বার দ্রুত কাজে ফিরবেন তিনি।

০৮ ০৮
বউভাতের পরের দিন শ্বশুরবাড়িতে বসে একটা সিক্রেট শেয়ার করলেন বাসবদত্তা। তাঁদের সম্পর্কে তিনিই ডমিনেট করেন বলে জানালেন অভিনেত্রী।

বউভাতের পরের দিন শ্বশুরবাড়িতে বসে একটা সিক্রেট শেয়ার করলেন বাসবদত্তা। তাঁদের সম্পর্কে তিনিই ডমিনেট করেন বলে জানালেন অভিনেত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy