Advertisement
E-Paper

ভারতীয় রিয়ালিটি শো-এর বিদেশিনীরা

টেলিভিশন রিয়ালিটি শো-এর এখন নতুন ট্রেন্ড বিদেশী মুখ। বিগ বস থেকে ঝলক দিখলা যা। বেশ কয়েক বছর ধরে এই সব রিয়ালিটি শো-এ দেখা গিয়েছে বেশ কিছু তরতাজা বিদেশি মুখ। দেখে নেব কে কে রয়েছেন এই তালিকায়।

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ১৩:০৯
ইন্দো-ইরানি মডেল-অভিনেত্রী মনদানা কারিমি। সিজন: বিগ বস ৯।

ইন্দো-ইরানি মডেল-অভিনেত্রী মনদানা কারিমি। সিজন: বিগ বস ৯।

টেলিভিশন রিয়ালিটি শো-এর এখন নতুন ট্রেন্ড বিদেশী মুখ। বিগ বস থেকে ঝলক দিখলা যা। বেশ কয়েক বছর ধরে এই সব রিয়ালিটি শো-এ দেখা গিয়েছে বেশ কিছু তরতাজা বিদেশি মুখ। এদের অনেকেরই ভাগ্যে বলিউডের শিকেও ছিঁড়েছে। সানি লিওন, এলি আব্রাম, বীনা মালিক, লরেন গটিলেব এমনই করেকটি নাম। এই তালিকায় নতুন সংযোজন ইন্দো-ইরানি মডেল-অভিনেত্রী মনদানা কারিমি। দেখে নেব আর কে কে রয়েছেন এই তালিকায়।

ছবি: এএফপি, ফেসবুক

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy