এক সঙ্গে এক ফ্রেমে বাটম্যান আর সুপারম্যান। সঙ্গে আবার ওয়ান্ডার ওম্যান। আগামী বছরের ২৫ মার্চ দুনিয়া মাতাতে চলে আসছে এই সুপার ট্রায়ো। দুই সুপারহিরো এক, এক সুপার হিরোইন যেখানে, সেখানে কি থাকবে না সুপার ভিলেন। তিনিও আছেন। কিন্তু এই সিনেমার মজাটা একটু অন্য। দুষ্টু লোক পিটিয়ে আম জনতাকে বাঁচাবার আগে গোথাম সিটিতে হবে দুই পরিত্রতার ডুয়েল। বেড়িয়ে গেছে সেই সুপারমুভির দু-দুটো ট্রেলর। এবং সঙ্গে সঙ্গেই ভাইরাল। রইল দুই প্রধানের ধুন্ধুমারের কয়েক ঝলক।