Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Cameron Falls

অদ্ভুত এই গোলাপি হ্রদগুলি বিশ্বের কোন দেশে আছে জানেন?

কল্পনা নয়। ফিল্মে ‘স্পেশাল এফেক্ট’-এর ব্যবহারে কোনও কাল্পনিক দৃশ্যও নয়, বাস্তবেই রয়েছে এমন গোলাপি নদী, ঝরনা, হ্রদ। কোথায়? আসুন জেনে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৪
Share: Save:
০১ ০৬
কানাডার অ্যালবার্টা ওয়াটরন লেকস ন্যাশনাল পার্কের ক্যামেরন জলপ্রপাতে এ রকম গোলাপি রঙের জলধারা দেখতে পাওয়া যায়৷ তবে প্রতি দিন নয়। খুব বৃষ্টি হলে অ্যাগ্রোলাইট নামে এক রাসায়নিক মিশ্রিত পলি জলের সঙ্গে মিশে নদীর জলের রং এমন গোলাপি হয়ে ওঠে।

কানাডার অ্যালবার্টা ওয়াটরন লেকস ন্যাশনাল পার্কের ক্যামেরন জলপ্রপাতে এ রকম গোলাপি রঙের জলধারা দেখতে পাওয়া যায়৷ তবে প্রতি দিন নয়। খুব বৃষ্টি হলে অ্যাগ্রোলাইট নামে এক রাসায়নিক মিশ্রিত পলি জলের সঙ্গে মিশে নদীর জলের রং এমন গোলাপি হয়ে ওঠে।

০২ ০৬
উত্তর পশ্চিম আফ্রিকার সেনেগালের রেতবা হ্রদের জল গোলাপি। ইজরায়েলের ডেড সি-এর মতোই এই হ্রদের জলে লবনের পরিমাণ প্রায় ৪০ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর প্রতিফলনে এই হ্রদের জল লালচে দেখতে লাগে।

উত্তর পশ্চিম আফ্রিকার সেনেগালের রেতবা হ্রদের জল গোলাপি। ইজরায়েলের ডেড সি-এর মতোই এই হ্রদের জলে লবনের পরিমাণ প্রায় ৪০ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর প্রতিফলনে এই হ্রদের জল লালচে দেখতে লাগে।

০৩ ০৬
পশ্চিম অস্ট্রেলিয়ার হাট নদী সংলগ্ন হাট হ্রদের জলও গোলাপি। হ্রদের জলে মিশে থাকা লালচে রঙের শ্যাওলার জন্য এই হ্রদের জল গোলাপি দেখতে লাগে।

পশ্চিম অস্ট্রেলিয়ার হাট নদী সংলগ্ন হাট হ্রদের জলও গোলাপি। হ্রদের জলে মিশে থাকা লালচে রঙের শ্যাওলার জন্য এই হ্রদের জল গোলাপি দেখতে লাগে।

০৪ ০৬
পশ্চিম অস্ট্রেলিয়ার স্পেন্সার লেক বা পিঙ্ক লেকের জলে মিশে থাকা লবন এবং হ্রদের চরের লালচে রঙের বালি ও নুড়ির উপর সূর্যের আলোর প্রতিফলনের ফলে এই হ্রদের জল গোলাপি দেখতে লাগে।

পশ্চিম অস্ট্রেলিয়ার স্পেন্সার লেক বা পিঙ্ক লেকের জলে মিশে থাকা লবন এবং হ্রদের চরের লালচে রঙের বালি ও নুড়ির উপর সূর্যের আলোর প্রতিফলনের ফলে এই হ্রদের জল গোলাপি দেখতে লাগে।

০৫ ০৬
স্পেনের সালিনা দে টরেভিজা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গোলাপি জলের হ্রদ। এটি পর্যটকদের আকর্ষণের অন্যতম একটি কেন্দ্র। হ্রদের তলদেশের লালচে রঙের বালি ও নুড়ির উপর সূর্যের আলোর প্রতিফলনে হ্রদের জল গোলাপি দেখতে লাগে।

স্পেনের সালিনা দে টরেভিজা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গোলাপি জলের হ্রদ। এটি পর্যটকদের আকর্ষণের অন্যতম একটি কেন্দ্র। হ্রদের তলদেশের লালচে রঙের বালি ও নুড়ির উপর সূর্যের আলোর প্রতিফলনে হ্রদের জল গোলাপি দেখতে লাগে।

০৬ ০৬
বলিভিয়ার লাগুনা কলরডা হ্রদের জলের সঙ্গে মিশে থাকা খনিজ এবং লালচে রঙের শ্যাওলার জন্য এই হ্রদের জল গোলাপি দেখতে লাগে।

বলিভিয়ার লাগুনা কলরডা হ্রদের জলের সঙ্গে মিশে থাকা খনিজ এবং লালচে রঙের শ্যাওলার জন্য এই হ্রদের জল গোলাপি দেখতে লাগে।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE