Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Giant Canyon Swing

দৈত্যাকার দোলনাটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার রাইড

আমেরিকার গ্লেনউড ক্যাভার্নস অ্যাডভেঞ্চার পার্কের দৈত্যাকার দোলনায় আনন্দের সঙ্গে আতঙ্ক ‘ফ্রি’। আসুন জেনে নেওয়া যাক কেন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের পছন্দের এই ‘অ্যাডভেঞ্চার রাইড’টি সম্পর্কে দু-চার কথা।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ১৫:৩০
Share: Save:
০১ ০৬
আমেরিকার পশ্চিমে কলোরাডোর গ্লেনউড ক্যাভার্নস অ্যাডভেঞ্চার পার্কে রয়েছে দৈত্যাকার এই দোলনা।

আমেরিকার পশ্চিমে কলোরাডোর গ্লেনউড ক্যাভার্নস অ্যাডভেঞ্চার পার্কে রয়েছে দৈত্যাকার এই দোলনা।

০২ ০৬
গ্লেনউড ক্যাভার্নস অ্যাডভেঞ্চার পার্কের অন্যতম আকর্ষণ বিশাল এই দোলনাটি ‘জায়ান্ট ক্যানিয়ন সুইং’ নামে পরিচিত।

গ্লেনউড ক্যাভার্নস অ্যাডভেঞ্চার পার্কের অন্যতম আকর্ষণ বিশাল এই দোলনাটি ‘জায়ান্ট ক্যানিয়ন সুইং’ নামে পরিচিত।

০৩ ০৬
কলোরাডো নদীর থেকে ১৩০০ ফুট উঁচুতে রয়েছে এই জায়ান্ট ক্যানিয়ন সুইং।

কলোরাডো নদীর থেকে ১৩০০ ফুট উঁচুতে রয়েছে এই জায়ান্ট ক্যানিয়ন সুইং।

০৪ ০৬
২০১০ সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই ভয়ঙ্কর রাইডটি।

২০১০ সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই ভয়ঙ্কর রাইডটি।

০৫ ০৬
জায়ান্ট ক্যানিয়ন সুইং সর্বোচ্চ ৫০ মাইল প্রতি ঘণ্টার গতিতে উপর থেকে নীচে দুলতে পারে যা এই রাইডের যাত্রীদের আতঙ্কিত করার পক্ষে যথেষ্ট।

জায়ান্ট ক্যানিয়ন সুইং সর্বোচ্চ ৫০ মাইল প্রতি ঘণ্টার গতিতে উপর থেকে নীচে দুলতে পারে যা এই রাইডের যাত্রীদের আতঙ্কিত করার পক্ষে যথেষ্ট।

০৬ ০৬
একাধিক কড়া নিয়ম এবং শর্তের গণ্ডি পেরিয়ে তবেই এই জায়ান্ট ক্যানিয়ন সুইং-এ চড়ার ছাড়পত্র মেলে।

একাধিক কড়া নিয়ম এবং শর্তের গণ্ডি পেরিয়ে তবেই এই জায়ান্ট ক্যানিয়ন সুইং-এ চড়ার ছাড়পত্র মেলে।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE