Advertisement
১৯ ডিসেম্বর ২০২৫
Arunachal Pradesh

অরুণাচল যেন বিমান আর কপ্টারের মৃত্যুফাঁদ

বিমানই হোক বা কপ্টার- অরুণাচল প্রদেশ যেন মৃত্যুফাঁদ। শুক্রবার বায়ুসেনার কপ্টার ভেঙে পড়ার কারণ এখনও তদন্তসাপেক্ষ। কিন্তু শুধু খারাপ আবহাওয়াই এই উত্তর-পূর্বের সীমান্ত বার বার ভেঙে পড়েছে হেলিকপ্টার বা বিমান।

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৭ ১৫:১২
Share: Save:
০১ ১০
বিমানই হোক বা কপ্টার- অরুণাচল প্রদেশ যেন মৃত্যুফাঁদ। শুক্রবার বায়ুসেনার কপ্টার ভেঙে পড়ার কারণ এখনও তদন্তসাপেক্ষ। কিন্তু শুধু খারাপ আবহাওয়ার কারণেই এই উত্তর-পূর্বের সীমান্ত বার বার ভেঙে পড়েছে হেলিকপ্টার বা বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চিন-অরুণাচল সীমান্তে পাহাড়ে ধাক্কা লেগে ও মন্দ আবহাওয়ার জেরে, মার্কিন হিসাব অনুযায়ী, প্রায় ৫০০ বিমান ভেঙে পড়ে বা নিখোঁজ হয়। মারা গিয়েছিলেন ১৩১৪ জন। যাঁদের মধ্যে ৩০০ জনের দেহ মেলেনি।

বিমানই হোক বা কপ্টার- অরুণাচল প্রদেশ যেন মৃত্যুফাঁদ। শুক্রবার বায়ুসেনার কপ্টার ভেঙে পড়ার কারণ এখনও তদন্তসাপেক্ষ। কিন্তু শুধু খারাপ আবহাওয়ার কারণেই এই উত্তর-পূর্বের সীমান্ত বার বার ভেঙে পড়েছে হেলিকপ্টার বা বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চিন-অরুণাচল সীমান্তে পাহাড়ে ধাক্কা লেগে ও মন্দ আবহাওয়ার জেরে, মার্কিন হিসাব অনুযায়ী, প্রায় ৫০০ বিমান ভেঙে পড়ে বা নিখোঁজ হয়। মারা গিয়েছিলেন ১৩১৪ জন। যাঁদের মধ্যে ৩০০ জনের দেহ মেলেনি।

০২ ১০
২০০১ সালে বমডিলার কাছে পবনহংস কপ্টার ভেঙে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়।

২০০১ সালে বমডিলার কাছে পবনহংস কপ্টার ভেঙে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়।

০৩ ১০
২০০৯ সালে মেচুকা থেকে যোরহাট যাওয়ার সময়ে এএন-৩২ বিমান ভেঙে ১৩ জন যাত্রীর মৃত্যু হয়।

২০০৯ সালে মেচুকা থেকে যোরহাট যাওয়ার সময়ে এএন-৩২ বিমান ভেঙে ১৩ জন যাত্রীর মৃত্যু হয়।

০৪ ১০
২০১০ এপ্রিল মাসে তাওয়াং হেলিপ্যাডের পাশেই পবনহংসের যাত্রিবাহী কপ্টার ভেঙে ১৭ জন মারা যান।

২০১০ এপ্রিল মাসে তাওয়াং হেলিপ্যাডের পাশেই পবনহংসের যাত্রিবাহী কপ্টার ভেঙে ১৭ জন মারা যান।

০৫ ১০
২০১০ সালের নভেম্বরে তাওয়াং থেকে বমডিলা যাওয়ার পথে বায়ুসেনার চপার ভেঙে ১১ জন বায়ুসেনা অফিসার ও এক আর্মি অফিসারের মৃত্যু হয়।

২০১০ সালের নভেম্বরে তাওয়াং থেকে বমডিলা যাওয়ার পথে বায়ুসেনার চপার ভেঙে ১১ জন বায়ুসেনা অফিসার ও এক আর্মি অফিসারের মৃত্যু হয়।

০৬ ১০
২০১১ সালের ২৯ এপ্রিল পবনহংসের বি-৩ কপ্টার জঙের কাছে ভেঙে পড়লে মারা যান অরুণাচলের তদনীন্তন মুখ্যমন্ত্রী দোর্জি খান্ডু এবং আরও চার জন।

২০১১ সালের ২৯ এপ্রিল পবনহংসের বি-৩ কপ্টার জঙের কাছে ভেঙে পড়লে মারা যান অরুণাচলের তদনীন্তন মুখ্যমন্ত্রী দোর্জি খান্ডু এবং আরও চার জন।

০৭ ১০
২০১৫ সালের অগস্টে টিরাপের জেলাশাসক কমলেশ জোশী-সহ চারজন কপ্টার দুর্ঘটনায় মারা যান।

২০১৫ সালের অগস্টে টিরাপের জেলাশাসক কমলেশ জোশী-সহ চারজন কপ্টার দুর্ঘটনায় মারা যান।

০৮ ১০
২০১৭ সালের মে মাসে পশ্চিম কামেং জেলায় ভেঙে পড়ে অত্যাধুনিক সুখোই ৩০-এমকেআই। প্রায় তিন দিন পরে ধ্বংশাবশেষ মেলে। মারা যান চালক ও সহকারী চালক।

২০১৭ সালের মে মাসে পশ্চিম কামেং জেলায় ভেঙে পড়ে অত্যাধুনিক সুখোই ৩০-এমকেআই। প্রায় তিন দিন পরে ধ্বংশাবশেষ মেলে। মারা যান চালক ও সহকারী চালক।

০৯ ১০
৪ জুলাই ২০১৭ অরুণাচলের সাগালিতে ধসে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজের পরে ধ্রুব চপার ভেঙে মারা যান বিমানবাহিনীর চার অফিসার।

৪ জুলাই ২০১৭ অরুণাচলের সাগালিতে ধসে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকাজের পরে ধ্রুব চপার ভেঙে মারা যান বিমানবাহিনীর চার অফিসার।

১০ ১০
৬ অক্টোবর ২০১৭ তাওয়াংয়ে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ ভি৫ চপার ভেঙে মৃত্যু হল বায়ুসেনা এবং সেনাবাহিনীর সাত অফিসার এবং কর্মীর।

৬ অক্টোবর ২০১৭ তাওয়াংয়ে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ ভি৫ চপার ভেঙে মৃত্যু হল বায়ুসেনা এবং সেনাবাহিনীর সাত অফিসার এবং কর্মীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy