Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এখনই কি দেশে চেকবইয়ের মাধ্যমে লেনদেন বাতিল হচ্ছে?

ডিজিটাল অর্থনীতিকে আরও জোরদার করতে অদূর ভবিষ্যতে চেকবইয়ের সুবিধা আর পাবেন না গ্রাহকেরা। এমনটাই চাইছে কেন্দ্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ১৯:০৬
Share: Save:
০১ ০৮
ইতিমধ্যেই বহু বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগদহীন লেনদেনের ক্ষেত্রে সওয়াল করেছেন।

ইতিমধ্যেই বহু বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগদহীন লেনদেনের ক্ষেত্রে সওয়াল করেছেন।

০২ ০৮
তিনি জানিয়েছেন, এর ফলে সব সময় নগদ টাকা নিয়ে ঘোরার প্রয়োজন পড়বে না। আর এর জেরে টাকা চুরি হওয়ার ভয় অনেকটাই কমবে।

তিনি জানিয়েছেন, এর ফলে সব সময় নগদ টাকা নিয়ে ঘোরার প্রয়োজন পড়বে না। আর এর জেরে টাকা চুরি হওয়ার ভয় অনেকটাই কমবে।

০৩ ০৮
তবে এই মুহূর্তে চেকবই বাতিল করে ডিজিটাল লেনদেন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন কিন্তু রয়েছে। দেশের মাত্র ৫ শতাংশ মানুষ এটিএম ব্যবহার করেন। এবং তাঁদের কাছে ডেবিট কার্ড রয়েছে বলে জানিয়েছেন সিএআইটি-র সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল।

তবে এই মুহূর্তে চেকবই বাতিল করে ডিজিটাল লেনদেন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন কিন্তু রয়েছে। দেশের মাত্র ৫ শতাংশ মানুষ এটিএম ব্যবহার করেন। এবং তাঁদের কাছে ডেবিট কার্ড রয়েছে বলে জানিয়েছেন সিএআইটি-র সম্পাদক প্রবীণ খান্ডেলওয়াল।

০৪ ০৮
তিনি আরও জানিয়েছেন, চেকবই বাতিল করার আগে ডিজিটাল লেনদেনের মাত্রা আরও বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত।

তিনি আরও জানিয়েছেন, চেকবই বাতিল করার আগে ডিজিটাল লেনদেনের মাত্রা আরও বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত।

০৭ ০৮
তাঁর যুক্তি, নোট ছাপানোর জন্য ২৫ হাজার কোটি টাকা খরচ করে প্রশাসন। আবার তা সংরক্ষণের খরচ আরও ৬ হাজার কোটি টাকা।

তাঁর যুক্তি, নোট ছাপানোর জন্য ২৫ হাজার কোটি টাকা খরচ করে প্রশাসন। আবার তা সংরক্ষণের খরচ আরও ৬ হাজার কোটি টাকা।

০৮ ০৮
এ দিকে ডেবিট কার্ডে লেনদেন করলে ব্যাঙ্ক এক শতাংশ চার্জ করে। ক্রেডিট কার্ডে লেনদেন করলে চার্জ ২ শতাংশ। তাই কেন্দ্রের উচিত এ বিষয়ে ব্যাঙ্ককে সরাসরি ভর্তুকি দেওয়া যাতে গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে কোনও খরচ করতে না হয়। অর্থাৎ চেকবই বন্ধ হওয়ার আগে বেশ কিছু পরিবর্তন আনা প্রয়োজন বলেই জানাচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে আরবিআই-এর তরফে কোনও তথ্য মেলেনি।

এ দিকে ডেবিট কার্ডে লেনদেন করলে ব্যাঙ্ক এক শতাংশ চার্জ করে। ক্রেডিট কার্ডে লেনদেন করলে চার্জ ২ শতাংশ। তাই কেন্দ্রের উচিত এ বিষয়ে ব্যাঙ্ককে সরাসরি ভর্তুকি দেওয়া যাতে গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে কোনও খরচ করতে না হয়। অর্থাৎ চেকবই বন্ধ হওয়ার আগে বেশ কিছু পরিবর্তন আনা প্রয়োজন বলেই জানাচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে আরবিআই-এর তরফে কোনও তথ্য মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE