হোলিতে রং মেখে ভূত সেজেছেন তো ছোটবেলায়? অন্তত বিজয়ায় নতুন জামা পড়ে সিঁদুর তো নিশ্চয় খেলেছেন? কিন্তু খোলা রাস্তায় টম্যাটো বা কমলালেবু মাখামাখি করেছেন কি? নিদেন পক্ষে কাদা? বা শখ করে কখনও ক্ষেপা মোষের সামনে ছুটেছেন? ভাবছেন সুখে থাকতে ভূতে না কিলোলে নিশ্চয় এমনটা কেউ করবে না? কিন্তু আপনার সব ধারণা মিথ্যে করে দিয়ে এমনটাও করে লোকে। কোথায় হয় এমনটা জানতে চাইছেন? ধৈর্য ধরে নীচের গ্যালারিতে চোখ বোলালেই হদিস পাবেন বিশ্বের এমনই সব নানান অদ্ভূতুড়ে উৎসবের।
আরও দেখুন গ্যালারি- এমন দশটি ‘আজব’ তথ্য যা আপনি নাও জানতে পারেন...