গোপন আর্থিক আঁতাত। আয়কর ফাঁকি। বিদেশে কালো টাকা জমানো বা পাচার করা। এই সাত-সতেরো দুর্নীতিতে শুধুই বিদেশি রাষ্ট্রপ্রধান, রাজনীতিকরা জড়িয়ে রয়েছেন তা-ই নয়। পানামার সংবাদপত্র্রের দাবি, তাতে জড়িয়ে রয়েছেন যেমন অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাইয়ের মতো ফিল্ম স্টাররা, তেমনই নাম রয়েছে ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজির পুত্র জাহাঙ্গির এস সোরাবজি, শিশির বাজোরিয়া সহ দেশের বেশ কয়েক জন বড় শিল্পপতিও। মোট ৫০০ জন ভারতীয়ের নাম রয়েছে ওই তালিকায়। তবে সকলের নাম-ধাম এখনও প্রকাশ্যে আসেনি। যাঁদের নাম সামনে এসেছে ইতিমধ্যেই, এই গ্যালারিতে তুলে ধরা হল তেমনই কয়েকটি মুখ।
দেখুন আরও গ্যালারি- ধনী হওয়ার ১০ উপায়
আরও পড়ুন- গোপন আর্থিক আঁতাত? পানামা তালিকায় পুতিন, শিনফিং, মেসি, বচ্চন!