Advertisement
০২ মে ২০২৪
Batsman

এই ব্যাটসম্যানদের স্টান্স দেখলে অবাক হবেন

এক নজরে দেখে নেওয়া যাক এমন কয়েক জন ব্যাটসম্যানকে যাঁদের ব্যাটিং স্টান্স বেশ কিছুটা আলাদা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ১০:০২
Share: Save:
০১ ০৮
শিবনারায়ণ চন্দ্রপল: ওয়েস্ট ইন্ডিজের এই দুর্দান্ত ব্যাটসম্যানের স্টান্স ছিল ফ্রন্ট অন। সাধারণ ব্যাটিং পজিশনের সঙ্গে ৯০ ডিগ্রি কোণে স্টান্স ছিল তাঁর।

শিবনারায়ণ চন্দ্রপল: ওয়েস্ট ইন্ডিজের এই দুর্দান্ত ব্যাটসম্যানের স্টান্স ছিল ফ্রন্ট অন। সাধারণ ব্যাটিং পজিশনের সঙ্গে ৯০ ডিগ্রি কোণে স্টান্স ছিল তাঁর।

০২ ০৮
কেভিন পিটারসেন: ইংল্যান্ডের এই তারকা ডানহাতির স্টান্সও ছিল অদ্ভুত। পিটারসেনের দুই পায়ের মধ্যে অনেকটা ফাঁক থাকত, ব্যাকলিফ্টও থাকত অনেকটাই।

কেভিন পিটারসেন: ইংল্যান্ডের এই তারকা ডানহাতির স্টান্সও ছিল অদ্ভুত। পিটারসেনের দুই পায়ের মধ্যে অনেকটা ফাঁক থাকত, ব্যাকলিফ্টও থাকত অনেকটাই।

০৩ ০৮
ল্যান্স ক্লুজনার: সীমিত ওভারের ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার দক্ষিণ আফ্রিকার এই অল রাউন্ডার ব্যাট ধরতেন বেসবলের স্টিক ধরার কায়দায়।

ল্যান্স ক্লুজনার: সীমিত ওভারের ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার দক্ষিণ আফ্রিকার এই অল রাউন্ডার ব্যাট ধরতেন বেসবলের স্টিক ধরার কায়দায়।

০৪ ০৮
স্টিভ স্মিথ: দুই পায়ের মধ্যে বিশাল ফাঁক, হাই ব্যাকলিফ্ট এবং শটের সময় সাফল করা— অজি অধিনায়কের স্টান্স বেশ অদ্ভুত।

স্টিভ স্মিথ: দুই পায়ের মধ্যে বিশাল ফাঁক, হাই ব্যাকলিফ্ট এবং শটের সময় সাফল করা— অজি অধিনায়কের স্টান্স বেশ অদ্ভুত।

০৫ ০৮
হাশিম আমলা: দক্ষিণ আফ্রিকার এই রান মেশিনেরও স্টান্স বেশ অদ্ভুত। হাই ব্যাকলিফ্ট তো বটেই, ব্যাট করার সময় আমলার ব্যাট ধরা থাকে গালির দিকে মুখ করে।

হাশিম আমলা: দক্ষিণ আফ্রিকার এই রান মেশিনেরও স্টান্স বেশ অদ্ভুত। হাই ব্যাকলিফ্ট তো বটেই, ব্যাট করার সময় আমলার ব্যাট ধরা থাকে গালির দিকে মুখ করে।

০৬ ০৮
গ্রাহাম গুচ: অদ্ভুত ব্যাটিং স্টান্সের আদি পুরুষ বলা যেতে পারে তাঁকে। গুচের সময়ে হাই ব্যাকলিফ্ট স্টান্স নিতে কাউকেই দেখা যেত না।

গ্রাহাম গুচ: অদ্ভুত ব্যাটিং স্টান্সের আদি পুরুষ বলা যেতে পারে তাঁকে। গুচের সময়ে হাই ব্যাকলিফ্ট স্টান্স নিতে কাউকেই দেখা যেত না।

০৭ ০৮
ইজাজ আহমদ: অদ্ভুত ব্যাটিং স্টান্সের জন্য পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যানকে ‘দ্য অ্যাক্স ম্যান’ বলা হত। দুই পায়ের মাঝে কুড়ুলের মতো ব্যাট ঠুকতেন তিনি।

ইজাজ আহমদ: অদ্ভুত ব্যাটিং স্টান্সের জন্য পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যানকে ‘দ্য অ্যাক্স ম্যান’ বলা হত। দুই পায়ের মাঝে কুড়ুলের মতো ব্যাট ঠুকতেন তিনি।

০৮ ০৮
অভিষেক নায়ার: এত অদ্ভুত ব্যাটিং স্টান্স বোধহয় বিশ্বে আর কোনও ক্রিকেটারের নেই। দু’পায়ের ফাঁকে ব্যাট নিয়ে কুঁজো হয়ে এক অদ্ভুত স্টান্স এই মুম্বই অলরাউন্ডারের।

অভিষেক নায়ার: এত অদ্ভুত ব্যাটিং স্টান্স বোধহয় বিশ্বে আর কোনও ক্রিকেটারের নেই। দু’পায়ের ফাঁকে ব্যাট নিয়ে কুঁজো হয়ে এক অদ্ভুত স্টান্স এই মুম্বই অলরাউন্ডারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE