বয়সে তারা একরত্তি। কিন্তু তাদের রোজগারের পরিমাণ বা সম্পত্তির নিরিখে তারা বয়সে বড়দের তুলনায় কিছু মাত্র কম যায় না। এমন দশটি শিশুকে আমরা বেছে নিয়েছি।বিভিন্ন দেশ থেকে। তাদের মধ্যে বেশির ভাগই রীতিমতো ‘ধনকুবের’ হয়ে গিয়েছে তাদেরই চেষ্টায়, কর্ম-কুশলতায়। কেউ অভিনয় করে, কেউ-বা গান গেয়ে।আবার কেউ একরত্তি বয়সেই কোনও সংস্থা গড়ে ফেলেছে। বা, চালু করে দিয়েছে সাড়া ফেলে দেওয়া নিউজ অ্যাপ। ওই শিশুদের নিয়েই এই নজরকাড়া গ্যালারি।
আরও পড়ুন- ব্রাইড’স চার্চেই বিয়ে সারবেন মার্ডক