জীবন বদলে দেয় লটারি। এক লহমায় হাতে উঠে আসে টাকার সমুদ্র। কিছু টাকার বিনিময়ে কেনা লটারি জীবন এনে দেয় আমূল পরিবর্তন। আবার সেই লটারি কাটার নেশাই অনেক সময় বিপদের মুখে ঠেলে দেয় অনেককে। এই লটারি কত না মানুষের জীবন বদলে দিয়েছে। আবার যে সব মানুষ লটারি জিতেছেন, তাঁদের মধ্যে কেউ কেউ রয়ে গিয়েছেন আগের অবস্থাতেই। কখনও বা পরিস্থিতির অদ্ভুত পরিহাসে, আবার কখনও নিজের ইচ্ছাতেই। জেনে নিন সেই সব মানুষের কিছু কাহিনি।
আরও পড়ুন: স্বপ্ন তো দেখেন, কোন স্বপ্ন দেখলে কী হয় জানেন?