Advertisement
২২ মে ২০২৪

উত্তপ্ত মলদ্বীপে উদ্বেগ নেই খাবরাদের

আইএসএলের জন্য সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহ সাঁধু-সহ প্রথম দলের অধিকাংশ ফুটবলারকে বিশ্রাম দিয়েছেন বেঙ্গালুরু কোচ আলবের্তো রোকা।

মহড়া: সোমবার অনুশীলনে বেঙ্গালুরুর ফুটবলাররা। ছবি: টুইটার

মহড়া: সোমবার অনুশীলনে বেঙ্গালুরুর ফুটবলাররা। ছবি: টুইটার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৪
Share: Save:

মলদ্বীপের রাজনৈতিক অস্থিরতা নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন। অথচ একেবারেই ব্যতিক্রমী ছবি বেঙ্গালুরু শিবিরে। ভারত সরকারের আপত্তি সত্ত্বেও টিসি স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ খেলতে রবিবার বিকেলে মলদ্বীপের রাজধানী মালে-তে পৌঁছেছেন হরমনজ্যোৎ
সিংহ খাবরা-রা।

আইএসএলের জন্য সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহ সাঁধু-সহ প্রথম দলের অধিকাংশ ফুটবলারকে বিশ্রাম দিয়েছেন বেঙ্গালুরু কোচ আলবের্তো রোকা। রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়েই জয়ের স্বপ্ন দেখছেন তিনি। আজ, মঙ্গলবার মলদ্বীপের স্থানীয় সময় রাত সাড়ে ন’টায় ম্যাচ। তাই এ দিন সন্ধে ছ’টায় অনুশীলন করান রোকা। মলদ্বীপের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা মনঃসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে না? ফোনে বেঙ্গালুরু এফসি-র গোলরক্ষক অভ্র মণ্ডল বললেন, ‘‘শুনেছিলাম মলদ্বীপের পরিস্থিতি নাকি অগ্নিগর্ভ। কিন্তু গত চব্বিশ ঘণ্টায় আমাদের চোখে কিছু পড়েনি। রবিবার মালে পৌঁছে আমরা ঘুরতেও বেড়িয়ে ছিলাম। এ দিন সন্ধেয় স্টেডিয়ামে অনুশীলন করতে যাওয়ার সময়ও অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। স্টেডিয়ামেও নিরাপত্তারক্ষী ছিল না।’’ বেঙ্গালুরুর কোচ বলছেন, ‘‘আমি এই মুহূর্তে শুধু ম্যাচটা নিয়েই ভাবতে চাই। টিসি স্পোর্টস ক্লাব যথেষ্ট শক্তিশালী দল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengaluru FC AFC Cup Maldives Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE