Advertisement
২০ এপ্রিল ২০২৪
Tata Steel Kolkata 25K

শীতের ডিসেম্বরে ম্যারাথন উত্তাপে মাতল তিলোত্তমা

প্রতিযোগীদের পাশাপাশি এ দিন মঞ্চে উপস্থিত ছিলেন ইভেন্টের ব্র্যান্ড অ্যম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়, মাইকেল পাওয়েল, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোশিয়েশনের সচিব স্বপন ব্যানার্জী।

ফিনিশিং লাইনে অলিম্পিকে সোনা জয়ী স্প্রিন্টার কেনেনিসা বেকিলে। ছবি: সংগৃহীত।

ফিনিশিং লাইনে অলিম্পিকে সোনা জয়ী স্প্রিন্টার কেনেনিসা বেকিলে। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ১২:৫৫
Share: Save:

সফল ভাবেই শেষ হল ২০১৭ ‘টাটা স্টিল কলকাতা ২৫কে’ ম্যারাথন। জাঁকজমক ভাবে আয়োজিত ম্যারাথনকে সফল করতে কোনও ত্রুটিই রাখেননি আয়োজকরা। ম্যারাথনে অংশ নিতে রবিবার কাকভোর থেকেই রেড রোড এবং ওই সংলগ্ন এলাকায় ভীড় জমাতে থাকেন হাজার হাজার প্রতিযোগী।

বয়সের গণ্ডি পেরিয়ে কিশোর থেকে প্রৌঢ়— সব বয়সের প্রতিযোগীরাই অংশ নেন এ দিনের ম্যারাথনে। অংশ নিয়েছিলেন অবিনাশ সাবলে, লক্ষ্মণন, কালিদাস হিরাভের মত ভারতীয় স্প্রিন্টাররা। বিদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন আথেন্স এবং বেজিং অলিম্পিকে সোনা জয়ী স্প্রিন্টার কেনিনিসা বেকেলে, অগস্টিনো সুলে, হিলে কিপোরপরা।

প্রতিযোগীদের পাশাপাশি এ দিন মঞ্চে উপস্থিত ছিলেন ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়, মাইকেল পাওয়েল, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোশিয়েশনের সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়।

তবে, প্রতি বারের মত এই বারও কলকাতা ম্যরাথনে দেখা গেল বিদেশিদেরই রমরমা। প্রত্যাশা মতোই পুরুষদের ২৫কে এলিট বিভাগে প্রথম এসেছেন ইথিয়োপিয়ার অলিম্পিয়ান কেনেনিসা বেকেলে। ১ ঘণ্টা ১৩ মিনিট ৪৮ সেকেন্ডে রেস শেষ করেন অলিম্পিকে সোনাজয়ী এই স্প্রিন্টার।

রবিবার সকালে উপস্থিত ছিলেন 'টাটা স্টিল কলকাতা ২৫কে' ম্যারাথনের মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশে বিওএ সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘লুইসের মতো শত্রু ছিল বলেই বিশ্বরেকর্ড হয়েছে’

আরও পড়ুন: লি দক্ষ হলে থাকা উচিত ভারতীয় দলে

দ্বিতীয় স্থানে শেষ করেন এরিথ্রিয়ার সিগে তুইমে। রেস শেষ করতে সিগের লাগে ১ ঘণ্টা ১৪ মিনিট ২৯ সেকেন্ডে। তৃতীয় হন তানজানিয়ার অগোস্টিনো সুলে। রেস শেষে করতে সুলের সময় লাগে ১ ঘণ্টা ১৪ মিনিট ৪১ সেকেন্ড।

ভারতীয়দের মধ্যে প্রথম স্থানে শেষ করেন অবিনাশ সাবলে(১ ঘণ্টা ১৫ মিনিট ১৭ সেকেন্ড), দ্বিতীয় হন কালিদাস হিরাভে(১ ঘণ্টা ১৬ মিনিট ১৮ সেকেন্ড) এবং তৃতীয় লক্ষ্মণন(১ ঘণ্টা ১৭ মিনিট ১৩ সেকেন্ড)।

অন্য দিকে, মহিলা বিভাগেও আধিপত্য বজায় রাখেন বিদেশি স্প্রিন্টাররাই। মহিলাদের ২৫কে এলিট বিভাগে প্রথম হন ইথিয়োপিয়ার দিগিতু আজিমির। ১ ঘণ্টা ২৬ মিনিট ১ সেকেন্ডে রেস শেষ করেন এই স্প্রিন্টার। দ্বিতীয় স্থানে শেষ করেন কেনিয়ার হিলে কিপরপ। আজিমিরের থেকে ৩ সেকেন্ড দেরিতে রেশ শেষ করেন হিলে। ১ ঘণ্টা ২৬ মিনিট ১১ সেকেন্ডে ম্যারাথন শেষ করে তৃতীয় হন তানজানিয়ার ফাইলুনা মাতাঙ্গে।

ফিনিশি লাইনে ইথিয়োপিয়ার দিগিতু আজিমির।

ভারতীয় মহিলা স্প্রিন্টারদের মধ্যে প্রথম হন সূর্য এল(১ ঘণ্টা ২৬ মিনিট ৫৩ সেকেন্ড), দ্বিতীয় স্থানে শেষ করেন মঞ্জু যাদব(১ ঘণ্টা ৩২ মিনিট ৫১ সেকেন্ড), তৃতীয় হন বাংলার ঝুমা খাতুন। ম্যারাথন শেষ করতে ঝুমা সময় নেন ১ ঘণ্টা ৩২ মিনিট ৫৮ সেকেন্ড। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের বেশ কয়েক জন এ দিন ম্যরাথনে অংশ নিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kenenisa Bekele sourav ganguly Mike Powell
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE