Advertisement
০১ মে ২০২৪
ব্যালন ডি’ওর: মেসি ৫, সি আর সেভেন ৫

আমিই সবার সেরা, হুঙ্কার রোনাল্ডোর

ব্যালন ডি’ওর অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরেই ব্যক্তিগত উড়ানে মা, বান্ধবী, দুই ভাই এবং ছেলেকে নিয়ে প্যারিস পৌঁছে যান রোনাল্ডো। রাতে আইফেল টাওয়ারের সামনে অনুষ্ঠানে গাঢ় নীল রংয়ের সুট পরে হাজির হন সি আর সেভেন।

স্বপ্নপূরণ: ঐতিহাসিক আইফেল টাওয়ারের সামনে পঞ্চম ব্যালন ডি’ওর জেতার পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার প্যারিসে। এএফপি

স্বপ্নপূরণ: ঐতিহাসিক আইফেল টাওয়ারের সামনে পঞ্চম ব্যালন ডি’ওর জেতার পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার প্যারিসে। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ০৩:৫৫
Share: Save:

লিওনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ বিশ্বফুটবলের সেরা আকর্ষণ। কিন্তু পঞ্চম ব্যালন ডি’ওর জিতে আর্জেন্তিনা অধিনায়কের রেকর্ড স্পর্শ করার রাতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়ে দিলেন, তিনিই শ্রেষ্ঠ। তাঁকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই!

ব্যালন ডি’ওর অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরেই ব্যক্তিগত উড়ানে মা, বান্ধবী, দুই ভাই এবং ছেলেকে নিয়ে প্যারিস পৌঁছে যান রোনাল্ডো। রাতে আইফেল টাওয়ারের সামনে অনুষ্ঠানে গাঢ় নীল রংয়ের সুট পরে হাজির হন সি আর সেভেন। প্রত্যাশা মতোই মেসি, নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র), জানলুইজি বুফন, এডেন অ্যাজার-দের পিছনে ফেলে রোনাল্ডোই জিতে নিলেন খেতাব। কয়েক মাস আগে তাঁর হাতেই উঠেছিল ফিফার বর্ষসেরা ফুটবলারের ট্রফি। এ বার ব্যালন ডি’ওর। মা এবং ছেলেকে সঙ্গে নিয়েই পুরস্কার গ্রহণ করেন পর্তুগাল অধিনায়ক

মোহময়ী রাতে আইফেল টাওয়ারের সামনে রোনাল্ডোর ডান হাতে ধরা সুদৃশ্য ট্রফি। পঞ্চমবার ব্যালন ডি’ওর জয়ের প্রতীক হিসেবে বাঁ হাতের আঙুল প্রসারিত করে সি আর সেভেনের বার্তা, ‘‘আমার চেয়ে সেরা কেউ নয়। অন্য ফুটবলাররা যেটা করতে পারে, আমিও সেটা পারি। কিন্তু অন্যরা যা পারে না, আমি সেটাই করার চেষ্টা করি। আমার মতো সম্পূর্ণ ফুটবলার কেউ নেই।’’ এখানেই শেষ নয়। রোনাল্ডোর হুঙ্কার, ‘‘ফুটবলের ইতিহাসে আমিই শ্রেষ্ঠ।’’

তবে পঞ্চম ব্যালন ডি’ওর জিতেও মেসিকে স্পর্শ করেও তৃপ্ত নন রোনাল্ডো! তিনি বলেছেন, ‘‘অবশ্যই আমি দারুণ খুশি। কিন্তু এই পুরস্কারটা আমি প্রত্যেক বছরই জিততে চাই।’’ গত সপ্তাহেই রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান এই ভবিষ্যদ্বাণীই করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘রোনাল্ডোকে কোনও গণ্ডিতেই আটকে রাখা যায় না। আমি নিশ্চিত এর পরে ও ছয় এবং সাত নম্বর ব্যালন ডি’ওর জয়ের লক্ষ্যে ঝাঁপাবে।’’ আর পঞ্চম ব্যালন ডি’ওর জয়ের পর প্রিয় ছাত্রকে সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার আখ্যা দিলেন জিদান। তিনি বলেছেন, ‘‘পারফরম্যান্সই বলে দিচ্ছে, ও কী করেছে। ভবিষ্যতে আর কী করবে। সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার রোনাল্ডো।’’ জিদান আরও বলেছেন, ‘‘রোনাল্ডোকে কোচিং করাতে পেরে আমি গর্বিত। ওর সফল হওয়ার খিদে, উচ্চাকাঙ্খায় আমি মুগ্ধ। ম্যাচে যা গোল করে, অনুশীলনে তার চেয়ে দশগুণ বেশি গোল করে।’’

২০০৮ সালে রোনাল্ডো ব্যালন ডি’ওর জিতেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার হিসেবে। ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে জিতলেন রিয়াল মাদ্রিদের ফুটবলার হিসেবে। গত দু’বছরে ক্লাব এবং দেশের হয়ে দুর্দান্ত সাফল্যই রোনাল্ডোকে এগিয়ে রেখেছিল মেসির চেয়ে। গত বছর পর্তুগাল প্রথমবার ইউরো কাপ জিতেছিল রোনাল্ডোর নেতৃত্বেই। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ডাবলের নেপথ্যেও তিনি। লা লিগা জয়ের ক্ষেত্রেও মুখ্য ভূমিকা নিয়েছিলেন রোনাল্ডো। পঞ্চম ব্যালন ডি’ওর জয়ের রাতে তাই রিয়াল মাদ্রিদ সতীর্থদের অভিনন্দন জানিয়ে সি আর সেভেন বলেছেন, ‘‘রিয়াল মাদ্রিদের আমার সকল সতীর্থদের ধন্যবাদ। এ ছাড়াও আমি কৃতজ্ঞ তাদের কাছে, যারা এই উচ্চতায় পৌঁছতে সাহায্য করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE