Advertisement
২৪ এপ্রিল ২০২৪
IPL Auction

আইপিএল নিলাম: দিল্লিতে গম্ভীর, কলকাতায় স্টার্ক

ফ্র্যা়ঞ্চাইজিগুলো সব থেকে কম ১৮ জনের জন্য বিড করতে পারবে। সব থেকে বেশি ২৫ জন। কম করে ৬০ কোটি ব্যয় করতে হবে। দলে সব থেকে বেশি ৮ জন বিদেশি রাখা যাবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ০৯:২৩
Share: Save:

১১তম আইপিএল নিলামের আসর বসেছে বেঙ্গালুরুতে। মোট ৫৮০ জন ক্রিকেটার উঠেছেন নিলামে। তার মধ্যে ৩৬১ জন ভারতীয়।

ফ্র্যা়ঞ্চাইজিগুলো সব থেকে কম ১৮ জনের জন্য বিড করতে পারবে। সব থেকে বেশি ২৫ জন। প্রতিটি ফ্র্যা়ঞ্চাইজি সর্বোচ্চ ৬০ কোটি খরচ করতে পারবে। দলে সব থেকে বেশি ৮ জন বিদেশি রাখা যাবে।

ইতিমধ্যেই সব দল তাঁদের ধরে রাখা প্লেয়ারের তালিকা দিয়ে দিয়েছে। যে কারণে কোন ফ্র্যা়ঞ্চাইজির ঘরে খরচ করার মতো কত টাকা রয়েছে তা জানা গিয়েছে আগেই। ২৭ ও ২৮ জানুয়ারি, দু’দিন ধরে চলবে নিলাম। ১৬ জন মার্কি প্লেয়ার রয়েছে নিলামের তালিকায়।

নিলামের শুরুতেই চমক দিয়েছে রাজস্থান রয়্যালস। ১২ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নিল বেন স্টোকসকে। ৪ কোটি টাকায় নিয়েছে অজিঙ্ক রাহানেকেও।

৭ কোটি ৬০ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিল কিঙ্গস ইলেভেন পঞ্জাব। ফাপ দু'প্লেসিকেও ১ কোটি ৬০ লক্ষ টাকায় পঞ্জাবের দলে নেওয়া হয়েছে। তবে, আশ্চর্যজনক ভাবে প্রথম দিনে কোনও দল পাননি ক্রিস গেল।

• ৩ কোটি টাকায় অঙ্কিত সিংহ রাজপুতকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।

• ৩ কোটি টাকায় সৈয়দ আহমেদকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

• ৩০ লক্ষ টাকায় আরসিবি নিয়েছে অনিকেত চৌধুরিকে।

• ৩ কোটি ৮ লক্ষ টাকায় সিদ্ধার্থ কলকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

• ৬ কোটি ২০ লক্ষ টাকায় ইশান কিষাণকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

• ৭ কোটি ২০ লক্ষ টাকায় জোফ্রা আর্চারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

• ৩ কোটি ৪০ লক্ষ টাকায় নীতিশ রানাকে দলে নিয়েছে কেকেআর।

• ৮ কোটি ৮০ লক্ষ টাকায় ক্রনাল পাণ্ড্যকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

• ৩ কোটি ২০ লক্ষ টাকায় কমলেশ নাগারকোটিকে দলে নিল কেকেআর।

• ৩ কোটি ২০ লক্ষ টাকায় বিজয় শঙ্করকে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

• ৩ কোটি টাকায় রাহুল তেওয়াটিয়াকে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

• ১ কোটি ২ লক্ষ টাকায় পৃথ্বী শকে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

• ১ কোটি টাকায় মায়াঙ্ক অগ্রবালকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।

• ১ কোটি ৮০ লক্ষ টাকায় শুভমন গিলকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

• ৩ কোটি ২০ লক্ষ টাকায় সূর্যকুমার যাদবকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

• আরটিএম-এ ৫ কোটি ৮০ লক্ষ টাকায় কুলদীপ যাদবকে দলে নিয়েছে কেকেআর।

• দল পাননি অ্যডাম জাম্পা।

• ৬ কোটি টাকায় যুজবেন্দ্র চাহালকে আরটিএম-এ দলে নিয়েছে আরসিবি।

• ৪ কোটি টাকায় অমিত মিশ্রকে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

• আরটিএম-এ ৯ কোটি টাকায় রশিদ খানকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

• ৫ কোটি টাকায় কর্ণ শর্মাকে দলে নিয়েছে সিএসকে।

• দল পাননি ইশ শোধি।

• ১ কোটি টাকায় ইমরান তাহিরকে দলে নিয়েছে সিএসকে।

• আরটিএম-এ ৪ কোটি ২০ লক্ষ টাকায় পীযূষ চাওলাকে দলে নিয়েছে কেকেআর।

• আরটিএম-এ ৪ কোটি ২০ লক্ষ টাকায় কাগিসো রাবাডাকে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

• আরটিএম-এ মহম্মদ শামিকে ৩ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

• দল পাননি ইশান্ত শর্মা।

• দল পাননি টিম সাউদি।

• ৪ কোটি ২০ লক্ষ টাকায় উমেশ যাদবকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

• ৫ কোটি ৪০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

• জস হ্যাজেলউডও দল পাননি প্রথম দিনের নিলামে।

• দল পাননি মিচেল জনসন।

• ২ কোটি ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

• ৪ কোটি ৪০ লক্ষ টাকায় জস বাটলারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

• ৮ কোটি টাকায় সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

• আরটিএম-এ ৬ কোটি ৪০ লক্ষ টাকায় রবিন উথাপ্পাকে দলে নিয়েছে কেকেআর।

• অবিক্রিত নমন ওঝা।

• ৭ কোটি ৪০ লক্ষ টাকায় দীনেশ কার্তিককে দলে নিয়েছে কেকেআর।

• দল পেলেন না জনি বেয়ারস্টো।

• ৫ কোটি টাকায় ঋদ্ধিমান সাহাকে দলে নিয়েছে সানইরাইজার্স হায়দরাবাদ।

• ২ কোটি ৮০ লক্ষ টাকায় কুইন্টন ডি'কককে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

• দল পাননি পার্থিব পটেল।

• ১ কোটি ৯০ লক্ষ টাকায় কলিন মুনরোকে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

• ৭ কোটি ৪০ লক্ষ টাকায় ক্রিস ওকসকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গাসুরু।

• আরটিএম-এ ৬ কোটি ২০ লক্ষ টাকায় মার্কাস স্টইনিসকে দলে নিয়েছে কিঙ্গস ইলিভেন পঞ্জাব।

• ১ কোটি ৯০ লক্ষ টাকায় ইউসুফ পাঠানকে দলে নিয়েছে সাইরাইজার্স হায়দরাবাদ।

• ৭ কোটি ৮০ লক্ষ টাকায় কেদার যাদবকে নিয়েছে সিএসকে।

• ৪ কোটি টাকায় শেন ওয়াটসনকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিঙ্গস।

• ২ কোটি টাকায় কার্লোস ব্রেথওয়েটকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

• ১১ কোটি টাকায় লোকেশ রাহুলকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।

• ১১ কোটি টাকায় মণীশ পাণ্ডেকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

• অবিক্রিত হাসিম আমলা।

• ৯ কোটি ৬০ লক্ষ টাকায় ক্রিস লিনকে দলে নিয়েছে কেকেআর।

• দেড় কোটি টাকায় জেসন রয়কে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

• ৩ কোটি ৬০ লক্ষ টাকায় বেন্ডন ম্যাকালামকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

• ৬ কোটি ২০ লক্ষ টাকায় অ্যারন ফিঞ্চকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।

• আরটিএম-এ ৩ কোটি টাকায় ডেভিড মিলারকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।

• ৫ কোটি ৬০ লক্ষ টাকায় করুণ নায়ারকে দলে নিয়েছে কিঙ্গস ইলেভেন পঞ্জাব।

• ২ কোটি টাকায় যুবরাজ সিংহকে দলে নিল কিঙ্গস ইলেভেন পঞ্জাব।

• প্রথম দিনের নিলামে দল পেলেন না জো রুট।

• ৩ কোটি টাকায় কেন উইলিয়ামসনকে দলে নিল সাইরাইজার্স হায়দরাবাদ।

• আরটিএম-এ ৬.৪ কোটি টাকায় ডোয়েন ব্রাভোকে দলে নিল চেন্নাই সুপার কিঙ্গস।

• ২ কোটি ৮০ লক্ষ টাকায় গৌতম গম্ভীরকে দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস।

• ৯ কোটি টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস।

• ২ কোটি টাকায় সাকিব আল হাসানকে দলে নিলেন সানরাইজার্স হায়দরাবাদ।

• ২ কোটি টাকায় হরভজন সিংহকে দলে নিল চেন্নাই সুপার কিঙ্গস।

• ৯ কোটি ৪০ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।

• ৪ কোটি টাকায় অজিঙ্ক রাহানেকে দলে নিল রাজস্থান রয়্যালস।

• আরটিএম-এ ১ কোটি ৬০ লক্ষ টাকায় ফাফ দু'প্লেসিকে দলে নিল সিএসকে।

• ১২ কোটি ৫০ লক্ষ টাকায় বেন স্টোকসকে দলে নিল রাজস্থান রয়্যালস।

• নিলামে অবিক্রিত ক্রিস গেল।

• আরটিএম-এ ৫ কোটি ৪০ লক্ষ টাকায় কিয়ারন পোলার্ডকে দলে নিল মুম্বই ইন্ডিয়ন্স।

• ৭ কোটি ৬০ লক্ষ টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিল কিঙ্গস ইলেভেন পঞ্জাব।

 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL Auction IPL 2018 Cricket Bengaluru
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE