Advertisement
০৩ মে ২০২৪

চিকিৎসকদের ৬৫ হাজার পাউন্ড দান করলেন মেসি

ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিরুদ্ধে হারের পর মেসির সমালোচনা করেছিলেন আর্জেন্তিনার এক সাংবাদিক। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন মেসি।

উৎসব: থিয়াগো (বাঁ দিকে) ও মাতেও-র সঙ্গে মেসি।

উৎসব: থিয়াগো (বাঁ দিকে) ও মাতেও-র সঙ্গে মেসি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৭ ০৩:৪৬
Share: Save:

এক বছর আগে তিনি মানহানির মামলায় জিতে ক্ষতিপূরণ হিসেবে ৬৫ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ লক্ষ) পেয়েছিলেন লিওনেল মেসি। প্রতিশ্রুতি মতো প্রথম সন্তান থিয়াগোর পাঁচ বছরের জন্মদিনেই সেই অর্থ দান করলেন চিকিৎসকদের সংগঠনকে। যাঁরা বিশ্বজুড়ে চিকিৎসা করেন আর্তদের।

ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিরুদ্ধে হারের পর মেসির সমালোচনা করেছিলেন আর্জেন্তিনার এক সাংবাদিক। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন মেসি। আদালত আর্জেন্তিনা অধিনায়কের পক্ষে রায় দেন। ক্ষতিপূরণ হিসেবে মেসিকে ৬৫ হাজার পাউন্ড দেওয়ার নির্দেশ দেন বিচারক। মেসি জানিয়েছিলেন, ক্ষতিপূরণের অর্থ সমাজসেবামূলক কাজের জন্য দান করবেন। থিয়াগোর জন্মদিনেই সেই প্রতিশ্রুতি পালন করলেন তিনি।

থিয়াগোর জন্মদিনের পার্টিতে মেসির বাড়িতে সপরিবারের হাজির ছিলেন লুইস সুয়ারেস। যোগ দিয়েছিলেন বার্সেলোনার আর এক তারকা হাভিয়ার মাসচেরানো-ও। আর জন্মদিনের উৎসবের আবহেই ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা!

উপহার হাতে সুয়ারেস। ছবি: টুইটার।

চ্যাম্পিয়ন্স লিগে দু’দিন আগেই বার্সেলোনার জয়ের পথে কাঁটা ছড়িয়ে দিয়েছিল অলিম্পিয়াকোস। আজ, শনিবার লা লিগার ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে তাদের প্রতিপক্ষ সেভিয়া। যাদের বিরুদ্ধে দুর্ধর্ষ রেকর্ড বার্সেলোনার। ক্যাম্প ন্যু-তে শেষ ছ’টা ম্যাচেই সেভিয়ার বিরুদ্ধে জিতেছেন মেসি-রা। শেষ পাঁচ সাক্ষাতের চারটিতেই ম্যাচ পিছু গড়ে ৩.৫ গোল করেছেন সুয়ারেস-রা। একটি ম্যাচেই শুধু গোলের গড় কমে ২.৫ হয়েছিল!

আরও পড়ুন: কঁতোনার স্মৃতি ফিরিয়ে কড়া শাস্তির মুখে এভা

সেভিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য পরিসংখ্যান, ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে দল। তা সত্ত্বেও বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো খুব একটা স্বস্তিতে নেই! তাঁর উদ্বেগের প্রধান কারণ, একাধিক ফুটবলারের চোট। আর্দা তুরান ও ওসুমানে দেম্বেলে চোটের কারণ দীর্ঘদিন মাঠের বাইরে। এখানেই শেষ নয়। অধিনায়ক আন্দ্রে ইনিয়েস্তা, মিডফিল্ডার সের্জিও রবের্তো, ডিফেন্ডার আলেক্স ভিদাল অনুশীলন করলেও শনিবারের ম্যাচে তাঁদের খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। তবে সেভিয়ার বিরুদ্ধে ম্যাচের আগেও চ্যাম্পিয়ন্স লিগের ড্র ভুলতে পারছেন না। বার্সেলোনা ম্যানেজার বলেছেন, ‘‘অলিম্পিয়াকোস অসাধারণ রক্ষণাত্মক ফুটবল খেলেছিল। ওদের কাউন্টার অ্যাটাকও আমাকে বিস্মিত করেছিল। তবে আমরা এই মুহূর্তে সামনের দিকে তাকাতে চাই।’’

অলিম্পিয়াকোসের বিরুদ্ধে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করার জন্যই বার্সেলোনার জয় হাতছাড়া হয়েছিল বলে মনে করছেন ফুটবল পণ্ডিতরা। ভালভার্দে বলছেন, ‘‘আমি একেবারেই চিন্তিত নই। কারণ, গোলের সুযোগ তৈরি করাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর সুযোগ তৈরি হলেই গোল আসবে।’’

লা লিগা: বার্সেলোনা বনাম সেভিয়া

(রাত ১.১৫, সোনি টেন টু চ্যানেলে সরাসরি সম্প্রচার)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE