Advertisement
০৬ মে ২০২৪

পাড়ুকোন বলছেন, সর্বসেরা সিন্ধু

ফাইনালে সিন্ধুর লড়াই দেখে উচ্ছ্বসিত পাড়ুকোন বলেছেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি, ভারতীয় ক্রীড়া ইতিহাসে সিন্ধুর এই পারফরম্যান্স সবার ওপরে থাকবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ০৪:১৭
Share: Save:

বিশ্ব ব্যা়ডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গেলেও পি ভি সিন্ধুর কৃতিত্বকে কিন্তু কুর্নিশ করে চলেছে দেশের ক্রীড়ামহল। সোমবার তিনি সম্ভবত সেরা প্রশংসাটা পেয়ে গেলেন ভারতের আর এক ব্যাডমিন্টন কিংবদন্তির কাছ থেকে। তাঁর নাম প্রকাশ পাড়ুকোন।

ফাইনালে সিন্ধুর লড়াই দেখে উচ্ছ্বসিত পাড়ুকোন বলেছেন, ‘‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি, ভারতীয় ক্রীড়া ইতিহাসে সিন্ধুর এই পারফরম্যান্স সবার ওপরে থাকবে। যে কোনও ভারতীয় ক্রীড়াবিদের এটাই সর্বকালের সেরা পারফরম্যান্স বলে মনে করি।’’

এক ঘণ্টা পঞ্চাশ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পরে ফাইনালে হেরে যান সিন্ধু। যা নিয়ে বিশ্বের প্রাক্তন এক নম্বর প্রকাশ বলছেন, ‘‘সিন্ধুর কঠিন মানসিকতা, ওর লড়াকু মনোভাব, হার না মানা জেদ, দৃঢ়তা— সবই দেখা গেল ফাইনালে। দু’জনেই খুব উচ্চমানের ব্যাডমিন্টন খেলল। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে দু’জনে।’’

আরও পড়ুন: চিনের প্রাচীর উপড়ে নতুন সিন্ধু সভ্যতা

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম পদক এনে দেওয়া প্রকাশ মনে করেন, সিন্ধু যে ফর্মে আছেন, তাতে বিশ্ব মঞ্চে খুব শীঘ্রই তিনি সোনার পদক জিততে পারবেন। ‘‘তরুণ প্রতিভাদের বলব, সিন্ধুদের দেখে শেখো। ওদের মানসিকতাটা দেখো। সিন্ধুকে অভিনন্দন। তুমি ভারতীয় ব্যাডমিন্টনকে গর্বিত করেছ। এই লড়াইটা চালিয়ে যাও। সোনা তুমি জিতবেই। তোমার লক্ষ্যে পৌঁছনোটা শুধুই সময়ের অপেক্ষা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PV Sindhu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE