Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Suresh Raina

জন্মদিনে রায়নাকে দারুণ উপহার সচিনের, শুভেচ্ছা টুইটারেও

সুরেশ রায়নাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার সকলেই। সচিন থেকে রোহিত সকলেই আছেন এই তালিকায়।

জন্মদিনে সুরেশ রায়নাকে কেক খাওয়াচ্ছেন সচিন তেন্ডুলকর। ছবি: সচিনের টুইটার সৌজন্য।

জন্মদিনে সুরেশ রায়নাকে কেক খাওয়াচ্ছেন সচিন তেন্ডুলকর। ছবি: সচিনের টুইটার সৌজন্য।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ১৭:০০
Share: Save:

দেখতে দেখতে তিরিশের গণ্ডি পেরিয়ে গেলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য সুরেশ রায়না। গতকাল সোমবার ছিল এই বাঁ-হাতি ব্যাটসম্যানের ৩১ তম জন্মদিন। বর্তমানে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। এক সময় জাতীয় দলের নিয়মিত সদস্য এখন ভারতীয় দল থেকে অনেক দূরে। দলে ফেলে আসা জায়গা পুনরুদ্ধার করতে লড়াই চালাচ্ছেন সুরেশ।

তবে এরই মাঝে রায়নাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার সকলেই।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফরে দলের থেকে ‘আগ্রাসী ক্রিকেট’ চান বিরাট

আরও পড়ুন: একদিনের সিরিজে বিশ্রামে বিরাট, অধিনায়ক রোহিত

সুরেশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইটে রোহিত লেখেন, “শুভ জন্মদিন রায়না। আশা করি আগামী বছর তোমার ভাল কাটবে।”

রায়নাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রাক্তন অজি ব্যাটসম্যান ম্যাথু হেডেনও। তিনি লেখেন, “শুভ জন্মদিন ছোট ভাই। আশা করি তোমার জীবন সুখ-শান্তিতে ভরে উঠবে।”

রায়নাকে শুভেচ্ছা জানিয়ে আইপিএল কমিটির চেয়ারম্যান রাজীব শুক্ল লেখেন, “আশা করি সামনের বছর তুমি আরও সাফল্য পাবে। সাফল্যের জন্য তোমার কঠোর পরিশ্রম নিশ্চই সার্থক হবে।”

তবে নিজের জন্মদিনে সব থেকে বড় উপহারটি নিশ্চিত ভাবে রায়না পান ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকরের থেকে। নিজের প্রিয় সতীর্থকে শুভেচ্ছা জানিয়ে তাঁর বাড়িতে লাঞ্চের জন্য আমন্ত্রণ জানান সচিন। সুরেশের সঙ্গে একটি ছবিও টুইট করেন মাস্টার ব্লাস্টার।

টুইট করা ছবিতে সচিন লেখেন, “রায়না, প্রিয়াঙ্কা এবং গার্সিয়াকে আজ লাঞ্চে সঙ্গে পেয়ে বেশ ভাল লাগছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE