Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ওয়ান ডে-র মতো এখন ব্যাট করছি টেস্টে, মত কোহালির

কোহালি নিজেই স্বীকার করে নিচ্ছেন, তিনি যে টেস্টে এত দ্রুতগতিতে রান তুলতে পারবেন, সেটা তাঁর নিজেরও জানা ছিল না। ভারত অধিনায়ক বলেন, ‘‘আমি ভালই বলগুলো মারছিলাম।

নায়ক: ম্যাচ ও সিরিজ সেরার ট্রফি নিয়ে কোহালি।  ছবি: পিটিআই

নায়ক: ম্যাচ ও সিরিজ সেরার ট্রফি নিয়ে কোহালি।  ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ০৪:১৭
Share: Save:

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর ধারাবাহিকতা যেমন ক্রিকেট দুনিয়ায় বিস্ময় সৃষ্টি করেছে, ঠিক তেমনই আলোচনায় উঠে এসেছে বিরাট কোহালির স্ট্রাইক রেটও। স্লো উইকেটেও আশির ওপর স্ট্রাইক রেট রেখে খেলে গিয়েছেন তিনি। বুধবার সিরিজের শেষ টেস্ট হয়ে যাওয়ার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে কোহালি বলে যান, ‘‘আমি যে ভাবে ওয়ান ডে-তে ব্যাট করি, টেস্টেও এখন সে ভাবেই ব্যাট করছি।’’

কোহালি নিজেই স্বীকার করে নিচ্ছেন, তিনি যে টেস্টে এত দ্রুতগতিতে রান তুলতে পারবেন, সেটা তাঁর নিজেরও জানা ছিল না। ভারত অধিনায়ক বলেন, ‘‘আমি ভালই বলগুলো মারছিলাম। টাইমিং ভাল হচ্ছিল। তবে ওয়ান ডে-তে যে ভাবে খেলি বা বল মারতে পারি, সেটা যে টেস্টেও মারতে পারব, এই ব্যাপারটা আমার ঠিক জানা ছিল না। টেস্টে এ ভাবে ব্যাট করা নিয়ে আগে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, টেস্টেও আমি ও রকম ভাবে খেলতে পারি।’’ এর পরেই কোহালির ব্যাখ্যা, ‘‘এখন কোনও খেলার আর নির্দিষ্ট কোনও পরিমাপ থাকে না। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন, তা হলে যে কোনও ফর্ম্যাটে যে কোনও ধরনের খেলা খেলতে পারেন।’’

এই সিরিজে অধিনায়ক এবং ক্রিকেটার— দু’টো ক্ষেত্রেই প্রাপ্তি ঘটেছে কোহালির। এই নিয়ে টানা ন’টি টেস্ট সিরিজ জিতল কোহালির ভারত। এবং ছুঁয়ে ফেলল অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের রেকর্ড। একই সঙ্গে কোটলা টেস্টে ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজের পুরস্কারও নিয়ে গেলেন কোহালি। একই সঙ্গে ২৪৩ রান করে টেস্টে নিজের সর্বোচ্চ রানও কোটলায় করেন কোহালি। কী রকম অনুভূতি হয় এই রকম মাইলস্টোনে পৌঁছলে? ‘‘আমি যখন ক্যাপ্টেন ছিলাম না, পরিস্থিতির কথা সব সময় ভাবা সম্ভব ছিল না। আমি যখন টেস্ট খেলা শুরু করি, চাপের মধ্যে থাকতাম। তাই যখন কোনও মাইলস্টোনে পৌঁছতাম, কিছুটা হাল্কা লাগত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে,’’ বলেছেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন: নয়া নজির ভারতের, পন্টিংকে ছুঁলেন বিরাট

পরিবর্তিত পরিস্থিতি নিয়ে কোহালির বক্তব্য, ‘‘এখন অধিনায়ক হিসেবে আমাকে ব্যাট করেই যেতে হয়। একশো হয়ে গেলে দেড় শো-র জন্য। দেড় শো হয়ে গেলে আরও বড় ইনিংসের জন্য।’’ শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টেস্টটা জিততে না পেরে কিছুটা হতাশ কোহালি। বলেছেন, ‘‘চতুর্থ দিনের শেষে বিপক্ষের তিন উইকেট ফেলে দেওয়ার পরেও যখন জেতা যায় না, তখন একটু হতাশ লাগে। তবে শ্রীলঙ্কাকেও কৃতিত্ব দিতে হবে।’’

টেস্ট সিরিজের পর এ বার কোহালি বিশ্রামে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে খেলবেন না। যা নিয়ে কোহালি বলে গেলেন, ‘‘আমার শরীর এখন বিশ্রাম চাইছে। গত ৪৮ মাস ধরে আমি টানা ক্রিকেট খেলে চলেছি। এ বার একটু বিশ্রাম দরকার।’’

খেলার খবরে সব সময় আপডেটেড থাকতে চোখ রাখুন আনন্দবাজারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE